গালিভারের ভ্রমণবৃত্তান্ত
১৭২৬ সালে গালিভারস ট্রাভেলস প্রকাশিত হয় যুক্তরাজ্যে এবং সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা পায়। গত তিনশ বছরে একদিনের জন্যও বইটি বাজারে অনুপস্থিত ছিল না। পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে এই বই। বাঙালি পাঠকও বইটি বহুদিন ধরে পড়ছেন। এই উপন্যাস ইংরেজি সাহিত্যের ধ্রুপদি হিসেবে স্বীকৃত। যুক্তরাজ্যসহ নানা দেশে নানা ভাষায় এ কাহিনি নিয়ে চলচ্চিত্র ও নাটক নির্মিত হয়েছে।
উপন্যাসের নায়ক লেমুয়েল গালিভার কয়েকটি আজগুবি দেশ ভ্রমণ করেন আর অদ্ভুতসব অভিজ্ঞতার সম্মুখীন হন। লম্বায় ছয় ইঞ্চি মানুষের লিলিপুট দ্বীপ, দৈত্যাকার মানুষের দেশ ব্রবডিংনাগ, অদ্ভুত বিজ্ঞানীদের উড়ন্ত দ্বীপ লাপুটা এবং নিষ্ঠুর ইয়াহু ও বুদ্ধিমান ঘোড়া হুইনমদের দেশে যান তিনি। কখনো বন্দী অবস্থায় নির্যাতিত হন, আবার কখনো রাজা বা সম্রাটদের কাছে পান আন্তরিকতা ও মর্যাদা। আঠারো শতকে ব্রিটিশ শাসকদের রাজনৈতিক সংকীর্ণতা ও নির্মমতাকে ব্যঙ্গ করা এ উপন্যাসের একটা উদ্দেশ্য। কিন্তু এ বই বিশ্বব্যাপী তিনশ বছর ধরে পাঠকের সমাদর পেয়ে আসছে জনাথন সুইফটের সৃজনশীল কল্পনা, উচ্চতর রসবোধ ও পরিহাস এবং গল্প বলার অতুলনীয় সৌন্দর্যের কারণে। গালিভারের ভ্রমণবৃত্তান্ত এখনো সব বয়সী পাঠকের প্রিয় উপন্যাস।
এ গল্প দুঃসাহসিক নাবিক লেমুয়েল গালিভারের। অদ্ভুত সব দেশে অস্বাভাবিক প্রাণী আর উদ্ভট অবিশ্বাস্য নানা ঘটনার মুখোমুখি হন তিনি। জনাথন সুইফট অতুলনীয় দক্ষতায় সেসব কাল্পনিক দেশের বর্ণনা দিয়েছেন গালিভারের ভ্রমণবৃত্তান্ত উপন্যাসে। ক্ষুদ্র মানুষের দ্বীপ লিলিপুট, দৈত্যকার মানুষের দ্বীপ ব্রবডিংনাগ, উদ্ভট বিজ্ঞানীদের উড়ন্ত দ্বীপ লাপুটা এবং নিষ্ঠুর মানুষ ইয়াহু ও বুদ্ধিমান ঘোড়া হুইনমদের দেশ-প্রতিটি ভ্রমণই পাঠকের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা। এটি শুধু একটি রোমাঞ্চকর কাহিনি নয়, মানুষের ভণ্ডামি ও সমাজের অসঙ্গতির প্রতি তীক্ষ্ণ বিদ্রুপও। তিনশ বছর পরেও প্রাসঙ্গিক এ উপন্যাস, এখনও তুমুল পাঠকপ্রিয়।
১৭২৬ সালে গালিভারস ট্রাভেলস প্রকাশিত হয় যুক্তরাজ্যে এবং সঙ্গে সঙ্গে বিপুল জনপ্রিয়তা পায়। গত তিনশ বছরে একদিনের জন্যও বইটি বাজারে অনুপস্থিত ছিল না। পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে এই বই। বাঙালি পাঠকও বইটি বহুদিন ধরে পড়ছেন। এই উপন্যাস ইংরেজি সাহিত্যের ধ্রুপদি হিসেবে স্বীকৃত। যুক্তরাজ্যসহ নানা দেশে নানা ভাষায় এ কাহিনি নিয়ে চলচ্চিত্র ও নাটক নির্মিত হয়েছে। উপন্যাসের নায়ক লেমুয়েল গালিভার কয়েকটি আজগুবি দেশ ভ্রমণ করেন আর অদ্ভুতসব অভিজ্ঞতার সম্মুখীন হন। লম্বায় ছয় ইঞ্চি মানুষের লিলিপুট দ্বীপ, দৈত্যাকার মানুষের দেশ ব্রবডিংনাগ, অদ্ভুত বিজ্ঞানীদের উড়ন্ত দ্বীপ লাপুটা এবং নিষ্ঠুর ইয়াহু ও বুদ্ধিমান ঘোড়া হুইনমদের দেশে যান তিনি। কখনো বন্দী অবস্থায় নির্যাতিত হন, আবার কখনো রাজা বা সম্রাটদের কাছে পান আন্তরিকতা ও মর্যাদা। আঠারো শতকে ব্রিটিশ শাসকদের রাজনৈতিক সংকীর্ণতা ও নির্মমতাকে ব্যঙ্গ করা এ উপন্যাসের একটা উদ্দেশ্য। কিন্তু এ বই বিশ্বব্যাপী তিনশ বছর ধরে পাঠকের সমাদর পেয়ে আসছে জনাথন সুইফটের সৃজনশীল কল্পনা, উচ্চতর রসবোধ ও পরিহাস এবং গল্প বলার অতুলনীয় সৌন্দর্যের কারণে। গালিভারের ভ্রমণবৃত্তান্ত এখনো সব বয়সী পাঠকের প্রিয় উপন্যাস। এ গল্প দুঃসাহসিক নাবিক লেমুয়েল গালিভারের। অদ্ভুত সব দেশে অস্বাভাবিক প্রাণী আর উদ্ভট অবিশ্বাস্য নানা ঘটনার মুখোমুখি হন তিনি। জনাথন সুইফট অতুলনীয় দক্ষতায় সেসব কাল্পনিক দেশের বর্ণনা দিয়েছেন গালিভারের ভ্রমণবৃত্তান্ত উপন্যাসে। ক্ষুদ্র মানুষের দ্বীপ লিলিপুট, দৈত্যকার মানুষের দ্বীপ ব্রবডিংনাগ, উদ্ভট বিজ্ঞানীদের উড়ন্ত দ্বীপ লাপুটা এবং নিষ্ঠুর মানুষ ইয়াহু ও বুদ্ধিমান ঘোড়া হুইনমদের দেশ-প্রতিটি ভ্রমণই পাঠকের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা। এটি শুধু একটি রোমাঞ্চকর কাহিনি নয়, মানুষের ভণ্ডামি ও সমাজের অসঙ্গতির প্রতি তীক্ষ্ণ বিদ্রুপও। তিনশ বছর পরেও প্রাসঙ্গিক এ উপন্যাস, এখনও তুমুল পাঠকপ্রিয়।
|
Writer |
|
|
Translator |
|
|
Publisher |
|
|
ISBN |
1121990000005 |
|
Language |
Bengali / বাংলা |
|
Country |
Bangladesh |
|
Format |
Hardcover |
|
Edition |
1 St, 2025 |
|
Pages |
271 |
