পোড়াচ্ছে খুব পোড়ামাটির চোখ
আমি ঝরে গেছি অনেক আগেই জন্মগত ভুলে, এখন ভাগ্যরেখা যাচ্ছে মুছে আটকে উপকূলে! আমি দেয়ালজুরে শ্যাওলা জমা বেনামী এক ঘাস, আমি স্রষ্টা ছাড়া সব সৃষ্টির করুণ উপহাস। আমি খাইনা কিছুই,নাম দিয়েছ তবু হারামখোর, এসব দেখে মুচকি হাসে ফুটতে থাকা ভোর। মুখ ম্যানিয়া ম্যাজিক তোমার আমার ঘাড়েই দোষ,হায়রে মানুষ! তুমিই মানুষ – সবটাতে আফসোস! আমি আমাকে ভাঙি,চূর্ণ করি হইনা তবু শেষ, উতল হাওয়া,আমায় তুমি করো নিরুদ্দেশ। -সোয়েব আল হাসান
আমি ঝরে গেছি অনেক আগেই জন্মগত ভুলে, এখন ভাগ্যরেখা যাচ্ছে মুছে আটকে উপকূলে! আমি দেয়ালজুরে শ্যাওলা জমা বেনামী এক ঘাস, আমি স্রষ্টা ছাড়া সব সৃষ্টির করুণ উপহাস। আমি খাইনা কিছুই,নাম দিয়েছ তবু হারামখোর, এসব দেখে মুচকি হাসে ফুটতে থাকা ভোর। মুখ ম্যানিয়া ম্যাজিক তোমার আমার ঘাড়েই দোষ,হায়রে মানুষ! তুমিই মানুষ – সবটাতে আফসোস! আমি আমাকে ভাঙি,চূর্ণ করি হইনা তবু শেষ, উতল হাওয়া,আমায় তুমি করো নিরুদ্দেশ। -সোয়েব আল হাসান
Writer |
|
Publisher |
|
ISBN |
1032180000005 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
February, 2025 |