বড়াল নদীর বাঁকে
মুহূর্তের জন্য দুজনের শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল। প্রাণের স্পন্দন বেড়ে গেল। অথচ দুজনেই চুপ। এ যেন অন্যরকম এক অনুভূতি তারা অনুভব করল। কিন্তু কেউ কাকে কিছু বলল না। ক্ষণিকের জন্য দুটি হৃদয় যেন বিধৌত হলো সমুদ্রের স্বচ্ছ-শুভ্র ঢেউ দ্বারা। এটা শুধু অনুভব করা যায়, মুখে বলা যায় না।
অভি শেলির চুলগুলো নাড়ছে আর তার চোখ ও মুখের দিকে পলকহীন নেত্রে চেয়ে আছে। চোখ দুটি টানাটানা, কাজল কালো ভ্রু, সদা হাস্য টোল পড়া মুখ।
পুকুর পাড়ের বড় একটি গাছের ডালের ফাঁক দিয়ে সূর্যের আলো শেলির মুখের ওপর পড়েছে। গাল দুটি চিকচিক করছে। বুকের দিকে তাকাতেই। অভির শরীরে রক্তসঞ্চালন বেড়ে গেল।
শেলি অভিমানী সুরে বলল, "এতদিন পরে আমাকে তোমার মনে পড়ল? কী দরকার ছিল আসার? একটা মেয়ের মনে ভালোবাসার বীজ বপন করলে ঠিকই, কিন্তু বীজ থেকে ফসল পেতে যেভাবে প্রয়োজনমতো পানি দিতে হয়, যত্ন নিতে হয়, মাঝে মাঝে সার দিতে হয় তার কিছুই করলে না।"
অভি শুধু শুনে গেল। শেষে বলল, "আজ আমার মনটা ভালো নেই। অন্যদিন কথা বলি।
মুহূর্তের জন্য দুজনের শরীরে বিদ্যুতের ঝলক বয়ে গেল। প্রাণের স্পন্দন বেড়ে গেল। অথচ দুজনেই চুপ। এ যেন অন্যরকম এক অনুভূতি তারা অনুভব করল। কিন্তু কেউ কাকে কিছু বলল না। ক্ষণিকের জন্য দুটি হৃদয় যেন বিধৌত হলো সমুদ্রের স্বচ্ছ-শুভ্র ঢেউ দ্বারা। এটা শুধু অনুভব করা যায়, মুখে বলা যায় না। অভি শেলির চুলগুলো নাড়ছে আর তার চোখ ও মুখের দিকে পলকহীন নেত্রে চেয়ে আছে। চোখ দুটি টানাটানা, কাজল কালো ভ্রু, সদা হাস্য টোল পড়া মুখ। পুকুর পাড়ের বড় একটি গাছের ডালের ফাঁক দিয়ে সূর্যের আলো শেলির মুখের ওপর পড়েছে। গাল দুটি চিকচিক করছে। বুকের দিকে তাকাতেই। অভির শরীরে রক্তসঞ্চালন বেড়ে গেল। শেলি অভিমানী সুরে বলল, "এতদিন পরে আমাকে তোমার মনে পড়ল? কী দরকার ছিল আসার? একটা মেয়ের মনে ভালোবাসার বীজ বপন করলে ঠিকই, কিন্তু বীজ থেকে ফসল পেতে যেভাবে প্রয়োজনমতো পানি দিতে হয়, যত্ন নিতে হয়, মাঝে মাঝে সার দিতে হয় তার কিছুই করলে না।" অভি শুধু শুনে গেল। শেষে বলল, "আজ আমার মনটা ভালো নেই। অন্যদিন কথা বলি।
Writer |
|
Publisher |
|
ISBN |
1028690000000 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Edition |
1st |
First Published |
February, 2025 |