প্রীতম বসু
প্রীতম বসু শিবপুর বি. ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পরবর্তি কালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ফাইন্যান্সের এমবিএ সম্পন্ন করেন। তার প্রকাশিত থৃলারের মধ্যে চৌথুপীর চর্যাপদ, পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল, ছিরিচাদ এবং কপিলাবস্তুর কলস অন্যতম। লক্ষীর পাঁচালী নামে একটি রম্য কবিতার বইও লিখেছেন তিনি। বর্তমানে আমেরিকায় বসবাস করেন এবং সেখানেকার নাগরিক হলেও আদ্যন্ত একজন বাঙালি। ভারতের কলকাতা এবং দিল্লিতেও অনেক বছর বসবাস করেছেন। লেখকের পূর্বপুরুষের শিকড় বাংলাদেশের মাটিতে গাঁথা। বাবা পাবনা জেলার এবং মায়ের আদি বাড়ি ঢাকায়। নিউ ইয়র্কে একটি বহুজাতিক সংস্থায় উচ্চাপদে কর্মরত আছেন তিনি।