True
Author image

অশোক মিত্র

অশোক মিত্রের জন্ম ১৭ ফেব্রুয়ারি ১৯১৭ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পাণ্ডুয়ার চাকলাই গ্রামে। পিতা সাব-ডেপুটি যোগেশচন্দ্র মিত্র। মাতা ঊষামতী দেবী। ১৯২৯সালে বর্ধমান টাউন স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে ১৯৩২ সালে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তী শিক্ষা কলকাতার প্রেসিডেন্সি কলেজে ও অক্সফোর্ডের মর্টন কলেজে। ১৯৪০ খ্রিস্টাব্দে ইণ্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭২ খ্রিস্টাব্দে সোভিয়েত বিজ্ঞান অ্যাকাডেমি তাঁকে সম্মানসূচক ডি.এসসি উপাধি প্রদান করে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও কলকাতার ইণ্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তাঁকে অনারারি প্রফেসর হিসাবে সম্মানিত করে। ১৯৯৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার 'তিন কুড়ি দশ' গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করে। তিনি ১৯৯৯ সালের ৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থসমূহ : Towards Independence, The New India, Calcutta : India's City, Delhi : Capital City, Four Painters, পশ্চিম ইউরোপের চিত্রকলা, ইউরোপের ভাস্কর্য, ছবি কাকে বলে, বাংলার পূজাপার্বণ ও মেলা, তিন কুড়ি দশ ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি
Batighor Books