True
Author image

অনিরুদ্ধ প্রামাণিক ও নিত্য রঞ্জন পাল

অনিরুদ্ধ প্রামাণিকের জন্ম ১৫ ডিসেম্বর ১৯৮৬, পাবনাতে। বাবা মো. মাহমুদ আলম মা মোছা. রহিমা খাতুন। অনিরুদ্ধ বর্তমানে ল্যাব বাংলা এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। তার অন্যান্য পরিচয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (কেন্দ্রীয়) কমিটির সহ-সাধারণ সম্পাদক, গণিত ও বিজ্ঞান ক্লাব, ডুয়েট এর প্রতিষ্ঠাতা, গণিত ও বিজ্ঞান ক্লাব, গাজীপুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক। মুক্তচিন্তায় আস্থাশীল অনিরুদ্ধ জনমানুষে বিজ্ঞান প্রসার ঘটিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন।গ্রন্থ সমূহ : জীব বিজ্ঞান অলিম্পিয়াড সংকলন, বুঝে করি সংখ্যাতত্ত্ব, জীব বিজ্ঞানের অ আ ক খ, বুঝে করি জ্যামিতি, ফিজিক্স অলিম্পিয়াড সংকলন। ডা: নিত্য রঞ্জন পাল (১৯৬৬)- এর জন্ম ফরিদপুর জেলায়। তিনি চীনের সানইয়াৎ সেন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এম.বি.বি.এস, ১৯৯৩ সালে ইন্টার্নী এবং ১৯৯৬ সালে জেনারেল সার্জারিতে এম.এস. ডিগ্রী অর্জন করেন। বর্তমানে শল্যচিকিৎসক হিসেবে সিরাজগঞ্জের মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে কর্মরত আছেন। তিনি সিরাজগঞ্জের যাদব-শরফুদ্দিন গনিত ও বিজ্ঞান একাডেমীর সাধারণ সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক। গ্রন্থ সমূহ : বুঝে করি জ্যামিতি, মানব কল্যাণের গান, বুঝে করি সংখ্যাতত্ত্ব।
Filters
x
ক্যাটাগরি