Filters


অমিতাভ রায়

অমিতাভ রায় / Amitabh Roy (56749841651465165)

অমিতাভ রায় প্রযুক্তি-বিজ্ঞান ও পরিচালন-বিদ্যায় দেশে-বিদেশে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষালাভের পরে প্রায় তিন দশক ধরে জাতীয় স্তরের পরিকল্পনা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকলেও দিনের শেষে তিনি সাহিত্যের নিবিড় পাঠক। রজনী পাম দত্ত রচিত বিখ্যাত বই ইন্ডিয়া টুডে বাংলায় ভাষান্তর অন্যতম উল্লেখযোগ্য কাজ। আর ২৫ বছরের নিরন্তর প্রচেষ্টায় ভাষান্তর করেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত সবকটি ছোটগল্প। গ্রন্থসমূহ : কাবুলনামা, গাবো আপনাকে না পাঠানো চিঠি, সূর্যাস্তের আগে রবীন্দ্রনাথ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গল্পসমগ্র, বিলিতি বৃত্তান্ত ইত্যাদি।