True
Author image

আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর, ১৯৩৪ — ১৯ মে, ২০২২) ছিলেন একজন বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো-এর রচয়িতা। তিনি স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয়বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক, ২০০৯ সালে স্বাধীনতা পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার লাভ করেন। গ্রন্থসমূহ : আমরা বাংলাদেশী না বাঙালি, বাংলাদেশে সিভিল ও আর্মি ব্যুরোক্রাসির লড়াই, ইতিহাসের রক্তপলাশ পনেরই আগস্ট পঁচাত্তর, পলাশি থেকে ধানমণ্ডি, নিরুদ্দিষ্ট নয়মাস ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি
ধন্য সেই পুরুষ

৳ 200.00 ৳ 160.00 160.0 BDT