True
Author image

অক্ষয় কুমার দত্ত

অক্ষয় কুমার দত্ত ১৫ জুলাই ১৮২০ সালে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নবদ্বীপের কাছে চুপী গ্রামে জন্মগ্রহণ ককেরন। পিতা পীতাম্বর দত্ত ও মাতা দয়াময়ী দেবী। প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন তার নাতি৷ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে দুই বছর প্রাথমিক শিক্ষা লাভ করেন৷ বাবার মৃত্যু ঘটলে তাকে স্কুল ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়৷ কিন্তু তিনি বাড়িতে গণিত, ভূগোল, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয় অধ্যয়ন করেন৷ তিনি জ্যোতিষবিদ্যা ও হিন্দুশাস্ত্রেও ব্যুৎপত্তি লাভ করেন৷ ইংরেজি, বাংলা, ফার্সি ও জার্মান ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন৷ মাত্র ১৪ বছর বয়সে অনঙ্গমোহন কাব্যগ্রন্থ রচনা করেন৷ অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন৷ উনিশ শতকের বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি স্মরণীয়। ১৮৮৬ সালের ১৮ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গ্রন্থসমূহ : প্রাচীন হিন্দুদিগের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার, ভূগোল, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার, চারুপাঠ, ধর্মনীতি, পদার্থবিদ্যা, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ইত্যাদি।
Filters
x
ক্যাটাগরি