Filters


সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায় / Soumitra Chattapadyaya (+685274+9845+6)

সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা। তিনি শুধুমাত্র একজন চলচ্চিত্র অভিনেতা নন, একাধারে মঞ্চ অভিনেতা, লেখক, নামকরা আবৃত্তিকার এবং অনুবাদকও বটে। জনপ্রিয় এই অভিনেতা ১৯৩৫ সালের ১৯শে জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় সুদীর্ঘ ষাট বছরের চলচ্চিত্রজীবনে তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও তিনি বিভিন্ন ধরনের নাটক, গদ্য, এবং কবিতা লিখেছেন। ১৯৯১ সালে 'অন্তর্ধান' চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি বিভাগে জাতীয় পুরষ্কার পান। ৯ বছর পর 'দেখা' চলচ্চিত্রের জন্য একই বিভাগে পুরস্কার লাভ করেন৷ তাছাড়া ২০০৪ সালে পদ্মভূষণ এবং ২০০৬ সালে জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সম্মানিত হন। ২০১২-এ দাদাসাহেব ফালকে এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও ২০১৭ সালে ফ্রান্স সরকার কর্তৃক 'লিজিয়ন অফ অনারে' ভুষিত হোন। বঙ্গবিভুষন,পশ্চিমবঙ্গ সরকার- পুরষ্কারও রয়েছে তার ঝুলিতে। বরেণ্য এই অভিনেতা ২০২০ সালের ১৫ই নভেম্বর কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন৷


Books by the Author