MD.maimul ahsan khan
মাইমুল আহসান খান ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী আইনশাস্ত্র এবং তুলনামূলক আইনের পন্ডিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আইন বিভাগের একজন প্রাক্তন অধ্যাপক। আইনশাস্ত্র, ইসলামিক আইন, ইসলাম ও মুসলিম সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, মানবাধিকার, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় এবং প্রাচ্য গবেষণায় বিশেষজ্ঞ। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন কর্তৃক তার একাডেমিক অবদানের জন্য তাকে IIE-SRF ফেলোশিপ প্রদান করা হয়। ১৯৮৬ সালে তিনি যুক্তরাজ্যের লেস্টারশায়ারে অবস্থিত ইসলামী ফাউন্ডেশনের একজন গবেষক হিসেবে একাডেমিক ক্যারিয়ার শুরু করেন। ১৯৯০ সালে আইন বিষয়ের একজন সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০০৭ সালে পূর্ণ অধ্যাপক পদে পদোন্নতি পান। মাইমুল আহসান খান ইংরেজি, রুশ এবং বাংলায় বহু গ্রন্থ ও নিবন্ধ লিখেছেন। মুসলিম বিশ্বে মানবাধিকার, মৌলবাদ, সাংবিধানিকতা, এবং আন্তর্জাতিক রাজনীতিনিয়ে তিনি কাজ করেছেন। বর্তমানে মাইমুল আহসান খান লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।