Filters

মাহবুব আজাদ

মাহবুব আজাদ / Mahbub Ajad (52981496)

মাহবুব আজাদ পেশাগত জীবনে কিছুদিন অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। পরে পেশা বদল করে বাংলা একাডেমিতে যােগদান করেন। উপ-পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলা একাডেমিতে যুক্ত থাকাকালে উত্তরাধিকার’-এর সহ-সম্পাদক ও কিশাের ত্রৈমাসিক ‘ধান শালিকের দেশ’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি শিশু একাডেমি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। গ্রন্থসমূহ : টমাস আলভা এডিসন, বিজ্ঞানের বিচিত্রপাঠ, হাবুলের জলদস্যু জাহাজ, স্বাধীনতার প্রতিশ্রুতি ও অন্যান্য, চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল, ছায়াগোলাপ, বিজ্ঞানের আনন্দপাঠ ইত্যাদি।