Filters

কর্নেল (অব) মোহাম্মদ দিদারুল আলম বীর প্রতীক

কর্নেল (অব) মোহাম্মদ দিদারুল আলম বীর প্রতীক / Colonel (Retd) Mohammad Didarul Alam Bir Pratik (256978456465)

কর্নেল (অব.) মোহাম্মাদ দিদারুল আলম বীর প্রতীক সন্দীপের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।১৯ ৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে যোগদান করেন। ১৯৭১ সালের ২৬ শে মার্চ থেকেই স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। যুদ্ধে অসম সাহসিকতা ও বিরত্বের জন্য তিনি 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হন। কর্মজীবনে তিনি সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পত্রিকায় সুদক্ষ কলাম লেখক হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন। নিউইয়র্ক ও লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা ও জনমত পত্রিকা তার অধিকাংশ নিবন্ধন পুনঃপ্রকাশ করে। উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : ইসলামী জীবন ব্যবস্থায় শিষ্টাচার, আমি শেখ মুজিব বলছি, ইংরেজি শেখার সহজ পদ্ধতি, জীবন গড়ার সিঁড়ি শিষ্টাচার, জীবন কথায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, দ্যা ফ্লাইং গার্ল নেহেলীন, কবিতার ছন্দে নবী জীবন, আমার বই।


Books by the Author