Filters

কর্ণেল (অব.) মোহাম্মদ সফিক উল্লাহ

কর্ণেল (অব.) মোহাম্মদ সফিক উল্লাহ / Clonel Mohammad Sofique Ullah (26+5444475635+6247)

কর্নেল (অব.) মোঃ শফিউল্লাহ ১৯৪১ সালের ২৬ শে অক্টোবর কুমিল্লা জেলার কৈলাইন গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে স্কুল জীবনে বন্দুক হাতে নেয়া যোদ্ধার বাস্তব যুদ্ধ পরীক্ষা ১৯৭১ এর রণাঙ্গনে।তিনি ৮নং সেক্টর 'ই' কোম্পানিসহ ৫নং গেরিলা ইউনিট কমান্ড করেন। মুক্তিযুদ্ধের সাফল্য ও বিরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ যোদ্ধাহত অফিসার বীর প্রতীক খেতাবে ভূসিত হোন। ঝিনেদা ক্যাডেট কলেজের বাংলার অধ্যাপক হিসেবে কর্ম জীবন শুরু। স্বাধীনতা পরবর্তীকালে সেনা সদর বাংলাদেশ মিলিটারি একাডেমী চব্বিশ পদাতিক ডিভিশন আর্মি স্কুল অফ এডুকেশন এন্ড এডমিনিস্ট্রেশন এর মত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ১৯৯৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি -তে ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন। গ্রন্থ সমূহ : মুক্তিযুদ্ধে বাংলার নারী, একাত্তরের রণাঙ্গন: গেরিলাযুদ্ধ ও হেমায়েত বাহিনী, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো, মুক্তিযুদ্ধ ৮ নং সেক্টর।


Books by the Author