অসীম পিয়াস
অসীম পিয়াসের জন্ম ৮ ডিসেম্বর ১৯৯১। গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায় তবে বেড়ে উঠা গাজীপুরে। এসএসসি পাস করেন আনসার ভি.ডি.পি. হাই স্কুল থেকে আর এইচ এস সি নটরডেম কলেজ থেকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। লেখকের বই সমূহ : অনুবাদ - দ্যা ফোর আওয়ার ওয়ার্ক উইক, দ্য মায়ান কনস্পিরেসি, টাইটানস অফ ওয়ার, দ্য রেড পিরামিড, দ্য ফাইনাল এম্পায়ার, দ্য সানবার্ড, দ্য কলম্বাস অ্যাফেয়ার।