অনুরাধা মহাপাত্র
অনুরাধা মহাপাত্রের জন্ম ১৯৫৭ সালে মেদিনীপুরের নন্দীগ্রামে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. করেন। চারদশকের ওপর তিনি সাহিত্য সেবায় ব্রতী। উনার কাব্যগ্রন্থের সংখ্যা ২২টি, দুটি গদ্য গ্রন্থও রয়েছে। ফ্রীলান্স লেখা, সমাজসেবা ও পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ : যে কালো আকাশ, শ্রেষ্ঠ কবিতা, রুধির পাত, হে উদাস, ভূমিস্পর্শমুদ্রা, কয়েকটি কবিতা, কবিতাসংগ্রহ ইত্যাদি।