Filters


অনিরুদ্ধ সরকার

অনিরুদ্ধ সরকার  / Aniruddha Sarkar (ASark)

অনিরুদ্ধ সরকারের জন্ম ২৫ আগস্ট, ১৯৮৭ সালে। বাংলা ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর করেন। পরে সাংবাদিকতা এবং সিনেমা নিয়ে পড়াশোনা করেছেন। অ্যাকাডেমিক শিক্ষাকে নিয়ে যেমন খুব একটা মাথা ঘামান না, তেমনি নিয়ম মাফিক চাকরিকেও খুব একটা আগ্রহী নন। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন দেশকে কাছ থেকে জানতে। বিশ্বাস করেন, ঘরে বসে মানুষের কথা লেখা যায় না। প্রথাগত নিয়ম ভেঙে বরাবরই অন্য ভ্রমণে আগ্রহী। ভালোবাসেন বই পড়তে, ছবি আঁকতে এবং আড্ডা দিতে। তিনি স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত ও অনুপ্রাণিত। উল্লেখযোগ্য গ্রন্থ : কেদার থেকে বেঁচে, জানা অজানা ওড়িশা, চেনা অচেনা গুজরাট, বীর বৈরাগ্য কথা, রহস্যে ঘেরা হিমালয়, নাগা সাধুর সন্ধানে, বিসমিল্লার সানাই ইত্যাদি।