Filters


অমিতেন্দ্রনাথ ঠাকুর

অমিতেন্দ্রনাথ ঠাকুর  / Amitendranath Tagore (ATNT)

অমিতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন শান্তিনিকেতনের চীনা ভবনের অধ্যাপক এবং প্রখ্যাত চিনাতত্ববিদ এবং কলকাতার ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পৌত্র। তিনি ১৯২২ সালের ৯ই অক্টোবর কলকাতার ঠাকুর পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা অবনীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র অলোকেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে পরিচিত হয়েছিলেন ’বীরুদা’ নামে। শান্তিনিকেতনের চীনা ভবনের স্নাতক স্তরের অধ্যয়ন শেষে, চিনা ভাষা ও সাহিত্যে উচ্চ শিক্ষা লাভ করতে চীন যাত্রা করেন। চিনের পিকিং বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এক বৎসর চীনা ভবনে অধ্যাপনার পর ভারত-চিন দ্বন্দ্বের সূত্রে চলে যান দেরাদুন ও পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে চীনা ভাষা শিক্ষা দিতে। পরবর্তীতে পাঁচ বছর চীনা ভবনে কাটানোর পর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে এক বছরের জন্য চলে যান আমেরিকায়। পিএইচডি ডিগ্রি লাভ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে রচিত প্রাচীনতম চিনা সাহিত্য, লাওৎসে-র লেখা ‘তাও-তে-চিং’ নিয়ে। ১৯৬৬ সালে আবারও চলে যান আমেরিকায়। মিশিগানের ওকল্যাণ্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেইশ বছর অধ্যাপনা শেষে ফিরে আসেন শান্তিনিকেতনে ১৯৮৫ সালে। চিনা ভাষার চর্চা ছাড়া গল্ফ খেলতে ভালবাসতেন। অমিতেন্দ্রনাথ ঠাকুর ২০২১ সালের ৭ই ফেব্রুয়ারি ৯৯ বৎসর বয়সে কলকাতায় পরলোক গমন করেন।’অমিত কথা’ নামে তাঁর একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে, যার অনুলিখন করেছেন মিতেন্দ্রবাবু।


Books by the Author

400.00 ৳ 340.00 ৳ 340.0 BDT
160.00 ৳ 136.00 ৳ 136.0 BDT