অমর মিত্র
কলকাতায় বড় হয়েছেন, মফস্বল বাংলায় দীর্ঘদিন অতিবাহিত করেছেন এই কথাসাহিত্যিক। উপন্যাস লিখনে বিষয় থেকে বিষয়ান্তরে পরিভ্রমণ করেন। ২০০৬ সালে ধ্রুবপুত্র উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি, ২০০১ সালে অশ্বচরিত উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার, ১৯৯৭ সালে স্বদেশযাত্রা ছোটগল্পের জন্য সর্বভারতীয় কথা পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে যুগশঙ্খ পুরস্কার, ২০১৮ সালে শরত সমিতি প্রদত্ত রৌপ্য পদক, ২০১০ সালে মিত্র ও ঘোষ সম্মান পেয়েছেন। ২০১৯ সালে কাজাখস্তানে এশীয় লেখকদের সাহিত্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে কাজাখ রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত একমাত্র ভারতীয় লেখক ও বক্তা। বিভিন্ন ভাষায় তাঁর গ্রন্থ অনূদিত হয়েছে। গুরুত্বপূর্ণ বই : ধনপতির চর, মোমেনশাহী উপাখ্যান , কুমারী মেঘের দেশ চাই, ও আমার পছন্দপুর, পুনরুত্থান, ধ্রুবপুত্র, অশ্বচরিত, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত ২০২০, সেরা পঞ্চাশটি গল্প, গাঁওবুড়ো ও অন্যান্য গল্প। প্রথম বাংলা ভাষার লেখক যিনি গাঁওবুড়ো ছোট গল্পের জন্য আন্তর্জাতিক ও' হেনরি পুরস্কার পেয়েছেন ২০২২ সালে।