Filters

আহাম্মেদ কবীর

আহাম্মেদ কবীর / Ahmed Kabir (659849844)

আহাম্মেদ কবীর এর জন্ম ১৯৬৩ সালে। পড়াশোনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে। পরে ঢাকার থিয়েটার স্কুলে মঞ্চ নাটক ও অভিনয় বিষয়ক কোর্স করেছেন। গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, কবিতা তার লেখার ক্ষেত্র। প্রবন্ধ রচনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেছেন। গ্রন্থসমূহ : একাত্তর ও অন্য ভুবনের গল্প ইত্যাদি।