Filters

আহমদ মুজতাহিদ

আহমদ মুজতাহিদ / Ahmad Muztahid (365192+74654165)

আহমদ মুজতাহিদের জন্ম ১৯৪৪ সালের পহেলা সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার গুপ্তখালী গ্রামে। পিতা অধ্যাপক নাজীর আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি শাস্ত্রে স্নাতকোত্তর এবং ব্রিটিশ কাউন্সিল স্টাডি ফেলো হিসাবে লন্ডন থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। গ্রন্থসমূহ : বাংলাদেশ আমার বাংলাদেশ, সাতচল্লিশোত্তর ভারত ও বাংলার রাজনীতি, চাঁপার সৌরভ ইত্যাদি।