আফসার আমেদ
আফসার আমেদ (৫ এপ্রিল, ১৯৫৯ – ৪ আগস্ট, ২০১৮) একজন ভারতীয় বাঙালি লেখক ছিলেন। তিনি ২৭টি উপন্যাস ও ২৪টি অন্যান্য ধরনের বই লিখেছেন। তিনি অন্যান্য ভাষার বইও বাংলায় অনুবাদ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক হন। লেখালেখির পাশাপাশি তিনি প্রতিক্ষণ শিরোনামের একটি সাহিত্য সাময়িকীতে কয়েক বছর কাজ করেছেন। এছাড়া, কাজ করেছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে। আফসার আমেদ ১৯৯৮ সালে সোমেন চন্দ্র পুরস্কার, সাড়ে তিন হাত ভূমি অনুবাদের জন্য ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার, ২০০৯ সালে বঙ্কিম পুরস্কার, ২০১৭ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। গ্রন্থসমূহ : ঘর গেরস্তি, সানু আলীর নিজের জমি, আত্মপরিচয়, ব্যথা খুঁজে আনা, স্বপ্নসম্ভাষ, খণ্ডবিখণ্ড, ধানজ্যোৎস্না, দ্বিতীয় বিবি, হত্যার প্রমাদ জানি, মেটিয়াবুরুজে কিস্সা, তিন হাত ভূমি, আশ্রয় ইত্যাদি।