আবদুল আযীয আল আমান
আবদুল আযীয আল আমান ১৯৩২ সালের ১০ মার্চ কলকাতার চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন। লেখাপড়ার হাতেখড়ি গ্রামের নিজস্ব পাঠশালায়। ১৯৫৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ.। শিক্ষকতা ও অধ্যাপনা করেছেন গার্ডেন রীচ কলেজ ও ঢাকার জগন্নাথে। লেখালেখির সাথে যুক্ত হয়েছেন ছাত্রজীবনেই। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধের বই মিলিয়ে লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০ এর বেশি। গ্রন্থসমূহ : বেহেশতের পাখিরা, তখন মাক্কা-মাদীনায়, সালাতে রাসূলুল্লাহ্ সা, সিয়ামে রাসূলুল্লাহ্ সা, কাবার পথে ইত্যাদি।