আ ন ম বজলুর রহমান
বাংলাদেশের কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত বই লেখায়, বিশেষ করে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখালেখিতে অগ্রগামী লেখকদের মধ্যে আ ন ম বজলুর রহমান অন্যতম। আ ন ম বজলুর রহমান এর বই সমূহ হচ্ছে জাভা প্রোগ্রামিং, জাভা থ্রেড প্রোগ্রামিং, অ্যাডভান্সড জাভা প্রোগ্রামিং ইত্যাদি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি অনুষদ থেকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। গ্রাজুয়েশন শেষ করার পর থেকে থেরাপ বিডি লিমিটেড, ভ্যান্ট্যাজ ল্যাবসসহ বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে ডেভেলপারের কাজ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি অনুষদে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে দু’বছর কাজও করেছেন। এই প্রোগ্রামিং ভাষা বিশেষজ্ঞের জন্ম ১৯৯০ সালের ২৩ এপ্রিল। নিজেকে তিনি প্রকাশ করেন খানিকটা এভাবে, “আমি একজন কারিগর ও শিক্ষক। আমি সফটওয়্যার লিখি এবং প্রোগ্রামিং শেখাই।” তিনি অনলাইনে অনভিজ্ঞ ও নতুন জাভা ডেভেলপারদের কোডিং ও অন্যান্য দক্ষতা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন। অনেকে সেখানে বিভিন্ন প্রশ্ন করেন, তিনি সেগুলোর উত্তর দেন। কোরা ডট কমে তাঁর একটি প্রোফাইলও রয়েছে। শ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা বলে কিছু হয় না- এটাই বিশ্বাস করেন তিনি; তাঁর কাছে সব প্রোগ্রামিং ভাষারই নিজস্ব ও স্বতন্ত্র একটি স্থান রয়েছে। তবে প্রিয় প্রোগ্রামিং ভাষা সবসময়ই জাভা। এই জাভা নিয়েই তাঁর শখ-নেশা-পেশার বিস্তার। জাভার প্রতি তাঁর এই ভালোবাসা থেকেই প্রতিষ্ঠা পেয়েছে জাভা ইউজারগ্রুপ বাংলাদেশ। কর্মজীবনটা পুরোপুরি কোডিং-ডিকোডিং আর অনেকটাই গাণিতিক। আ ন ম বজলুর রহমান এর বই সমগ্র প্রোগ্রামিং ভাষা নিয়ে হলেও, জীবনে লেখালেখির শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। তারপর সময়ের পালাবদলে কম্পিউটারের সাথেই ওঠা-বসা শুরু হয়, প্রোগ্রামিং আর এডিটর সফটওয়্যারই হয়ে যায় তাঁর নিত্যসঙ্গী।