Filters


এ. কে. আজাদ

এ. কে. আজাদ / A. K. Ajad (557231221154)

এ. কে. আজাদ ১৯৭০ সালের ১২ আগস্ট ফরিদপুর জেলার ভাষা থানায় বালিয়াচড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মো. আজাহার উদ্দীন মোল্যা ও মাতা খাদিজা বেগম। এ. কে. আজাদ একাধারে কথাসাহিত্যিক, কবি ও নাট্যকার এবং একজন সফল মঞ্চ অভিনেতা ও নাট্য সংগঠক। গ্রন্থসমূহ : আরেকটি যুদ্ধ আরেকটি বিজয় ইত্যাদি।