Filters


মোহাম্মদ আসাদুজ্জামান

মোহাম্মদ আসাদুজ্জামান / Mohammod Asadujjaman (Mohammod Asadujjaman)

মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৩৭ সালের ১ জানুয়ারি মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইউনাইটেড ইসলামিয়া হাইস্কুল মাদারীপুর থেকে মাধ্যমিক, সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান একজন সফল শিক্ষাবিদ, জনপ্রিয় প্রাবন্ধিক, লেখক এবং অনুবাদক। তাঁর দু’টি গ্রন্থ ‘প্রশাসন কাঠামো ও সিস্টেমে রূপান্তর : প্রেক্ষিত বাংলাদেশ’, ‘ঔপনিবেশিক প্রশাসন কাঠামো : প্রেক্ষিত বাংলাদেশ’ এবং কিছুসংখ্যক প্রবন্ধ দেশে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর অনূদিত গ্রন্থ ‘কোম্পানি আমলের ঢাকা’ এবং ‘বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস (প্রথম ও দ্বিতীয় খণ্ড)’ পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়। প্রশাসনিক সংস্কার বিষয়ে তাঁর বেশ কয়েকটি প্রস্তাব বিভিন্ন সময়ে সরকার কর্তৃক অনেকাংশে গৃহীত হয়েছে। তারমধ্যে নাগরিক কার্ড প্রবর্তন, ইউনিয়ন পরিষদে তথ্য-সেবাকেন্দ্র স্থাপন এবং উপজেলাভিত্তিক ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব বিশেষভাবে উল্লেখযোগ্য।