Filters

ওয়াহিদ কায়সার

ওয়াহিদ কায়সার / Wahid Kaiser (WKa.)

জন্ম ১৯৯৩, রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্ননাতকোত্তর। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগে পড়িয়েছেন বেশ কিছুদিন। বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মরত ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জে শিক্ষকতা করছেন। আগ্রহ রয়েছে উত্তরাধুনিকতাবাদ, দর্শন, বোর্হেস ও ফরাসি সাহিত্যে। বাংলায় অনুবাদ করেছেন মিলান কুন্দেরা, হুলিও কোর্তাজার, হাইনরিশ ব্যোল, জন আপডাইকসহ বেশ কয়েকজন লেখকের রচনা। তাঁর অনূদিত বই মিলান কুন্দেরার তুচ্ছতার উৎসব (২০২১), অ্যানি এরনোর ‘আমি আছি অন্ধকারে’(২০২৪) ও ফিল্মমেকারদের কবিতা (২০২৪)।