Filters

আবদুল্লাহ জাহিদ

আবদুল্লাহ জাহিদ / Abdullah Zahid (AZ.)

জন্ম ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিসারিজে অনার্স। সিটি ইউনিভারসিটি অফ নিউ ইয়র্ক থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স মাস্টার্স। বাংলাদেশ ও বিদেশের পত্রিকায় নিয়মিত কলাম, গল্প কবিতা লিখে থাকেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত যায়যায়দিন পত্রিকায় ‘ম্যানহাটন ডায়রি’ নামে কলাম লিখেছেন, ২০১০ সালে যা বই হিসাবে প্রকাশিত হয়েছে। অন্যান্য বইয়ের মধ্যে রায়েছে একটি জাতির জন্ম : পূর্ব পাকিস্তান যেভাবে বাংলাদেশ হলো (অনুবাদ), নির্বাসিত ভালোবাসা (ছোটগল্প), জীবন থেকে পাওয়া (গল্পগ্রন্থ, সম্পাদনা)। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। সেই সুবাদে ময়মনসিংহ প্রেসক্লাবের আজীবন সদস্য। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির একজন ম্যানেজার।