Filters

ফারুক বাশার

ফারুক বাশার / Faruk Bashar (Faruk Bashar)

ফারুক বাশারের পুরো নাম আবুল বাশার মোহাম্মদ ফারুক। বড় হয়েছেন ঢাকাতে। স্কুল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আর কলেজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। শখ বই পড়া, বই সংগ্রহ করা, সিনেমা দেখা আর ভ্রমণ। ছোটবেলা থেকেি লেখালেখির প্রতি আগ্রহ ছিল। স্কুল ম্যাগাজিন থেকে শুরু। অনুবাদে হাতেখড়ি সেবার সহস্যপত্রিকায় গল্প অনুবাদ দিয়ে। এখনও নিয়মিত গল্প অনুবাদ করছেন। ফিরে এলেন হোজা তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।


Books by the Author