Filters


অমর মুদি

অমর মুদি / Amar Mudi (258498741212)

অমর মুদি, ১৯৫৫ সালে মেদিনীপুর জেলার রানীসরাই গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা নারায়ণ চন্দ্র মা জ্যোৎস্নার সাহিত্যে অনুরাগ এবং পুস্তক সংগ্রহ শৈশবে সাহিত্যের প্রতি আকৃষ্ট করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির স্নাতক, সাংবাদিকতায় ডিপ্লোমা এবং জনসঞ্চার এবং সঞ্চার মাধ্যমে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে দিল্লিতে কর্মরত। দিল্লীতে ব্রাত্যজন গোষ্ঠীতে অভিনয় এবং নির্দেশনা, ক্রিয়েটিভ মাইন্ড পত্রিকায় নাট্য সমালোচনা করেন। গ্রন্থসমূহ : জীবনযাত্রা, আমার নাম লাল (অনুবাদ), উত্তরাধিকারী (অনুবাদ)


Books by the Author