Filters


ড. সদরুদ্দিন আহমেদ

ড. সদরুদ্দিন আহমেদ / Dr. Sodruddin Ahmed (32656265965652)

ড. সদরুদ্দিন আহমেদ ১৯৩৫ সালে সাতক্ষীরা জেলার আশাশুনিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি.এ. অনার্স এবং ১৯৬৯ সালে ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগি লাভ করেন। তিনি ১৯৬১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। সে সময়ে তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রফেসর, বিভাগীয় চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন ছিলেন। গ্রন্থসমূহ : প্রসঙ্গ: দেশী ও বিদেশী সাহিত্য, বাংলা অনুবাদ - ত্রিস্তঁ ও এজোলডার রোমান্স ইত্যাদি।