Filters


শানজিদ অর্ণব

শানজিদ অর্ণব / Sanjid Ornab (SO)

শানজিদ অর্ণবের জন্ম ১৯৮৯ সালে মাদারীপুর জেলায়। ২০১১ সালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ধর্ম, প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে আগ্রহী তিনি। পেশাগত জীবনে কাজ করছেন একটি জাতীয় দৈনিক পত্রিকায়। গ্রন্থসমূহ : শাহজাদা দারা শুকো, ধর্মকোষ-পৃথিবীর ধর্মসমূহের ইতিবৃত্ত, মৌর্য সম্রাট প্রিয়দর্শী অশোক, দি অটোবায়োগ্রাফি অব চার্লস ডারউইন (অনুবাদ), হিস্টরি অব দ্য পর্তুগিজ ইন বেঙ্গল (অনুবাদ) ইত্যাদি।