Filters


আলমগীর জলিল

আলমগীর জলিল / Alamgir Jalil (26749845616)

আলমগীর জলিল ১৯২৮ সালের ১৪ই মার্চ বৃহত্তর রাজশাহী জেলার মথুরাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে বি.এ. ১৯৫৭ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। বাংলা একাডেমীর রিসার্চ স্কলার হিসেবে সাড়ে তিন বছর ধরে “উত্তরবঙ্গের লোকসাহিত্য” বিষয়ে পিএইচ.ডি কোর্সের অভিসন্ধর্ভ রচনা করেন। বাংলা একাডেমী থেকে উপ-পরিচালক হিসেবে ১৯৮৮ সালে অবসর গ্রহণ করেন তিনি। তারপর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা করেন। প্রবন্ধ, শিশুসাহিত্য, গান, নাটক, ছড়া, গল্প, গবেষণাধর্মী রচনা, অনুবাদ সাহিত্যের বিবিধ শাখায় তাঁর বিচরণ। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্যে দেওয়ান আব্দুল হামিদ সাহিত্য পুরস্কার লাভ করেন। গ্রন্থসমূহ : বাংলাদেশের পীর-দরবেশ পরিচিতি, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি, লোকাচারের রূপরেখা আদিবাসী ও অন্যান্য, বাংলা অনুবাদ - দি ওল্ড ম্যান অ্যান্ড দি সী, ডেভিড কপারফিল্ড, দুঃসাহসী রবিনহুড ইত্যাদি।