Filters


সৈয়দ ফায়েজ আহমেদ

সৈয়দ ফায়েজ আহমেদ / Sayed Fayej Ahmed (SFA,..,,.)

পেশায় একজন ক্রীড়া সাংবাদিক ও অনুবাদক। ইংরেজি ছাড়াও ফরাসি ভাষা থেকেও তিনি অনুবাদ করেন। প্রত্যাশা প্রাচুর্যের সঙ্গে মিলে অনুবাদ করেছেন ইয়ুভাল নোয়াহ হারারির বেস্টসেলার সেপিয়েন্স। ভাষা শেখা ছাড়াও কন্ট্রাক্ট ব্রিজ খেলা তাঁর নেশা।