Filters


সাইফুল আহসান বুলবুল

সাইফুল আহসান বুলবুল / Saiful Ahsan Bulbul (216+6)

সাইফুল আহসান বুলবুল বরিশালের এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশই তাকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতিতে আগ্রহী করে তুলে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন কারাবরণ করেন। কারামুক্তির পর রাজনীতি থেকে দূরে সরে আসেন। কর্মজীবনে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। ২০০৪ সাল থেকে নিয়মিত সম্পাদনা করে আসছেন লিটল ম্যাগাজিন ‘প্রতিকাশ’। যৌথভাবে সম্পাদনা করছেন সাহিত্যের কাগজ ‘আলোকপত্র’। গ্রন্থসমূহ : বৃহত্তর বরিশালের লোকসংস্কৃতি, বরিশালের নদ-নদী জলাশয়, বাংলাদেশের সমতল ভূমির নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, দক্ষিণ বাংলার লোকধর্ম, বরিশালের লেখক চরিতকোষ ইত্যাদি।