Baatighar  Sylhet


বাতিঘর সিলেটের নকশাও যথারীতি শিল্পী শাহীনূর রহমানের করা। চা - বাগানে ঘেরা সতেজ - সবুজ সিলেটের ইতিহাস - ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয় বাতিঘর সিলেট। সুরমা নদীর লৌহসেতু ক্বীন ব্রীজ , আলী আমজদের ঘড়ির রেপ্লিকা , চা - পাতা সংগ্রহের ঝুড়ি মিলিয়ে অভিনব , মনোমুগ্ধকর নকশায় সজ্জিত বাতিঘর সিলেটের যাত্রা শুরু ২০১৯ সালে।