RAW : ভারতের গোপন অভিযানের ইতিহাস

Price:

225.00 ৳



মজিদ মাহমুদ-এর মাহফুজামঙ্গল : তিরিশ বছরের পাঠ
মজিদ মাহমুদ-এর মাহফুজামঙ্গল : তিরিশ বছরের পাঠ
525.00 ৳
700.00 ৳ (25% OFF)
উইটনেস টু সারেন্ডার (নিয়াজির আত্মসর্মপণের দলিল)
উইটনেস টু সারেন্ডার (নিয়াজির আত্মসর্মপণের দলিল)
300.00 ৳
400.00 ৳ (25% OFF)

RAW : ভারতের গোপন অভিযানের ইতিহাস

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, আরঅ্যান্ডএডাব্লিউ, সংক্ষেপে র। এই সংস্থা সাধারণত বিদেশে ভারতের গোপন মিশন পরিচালনা করে । কীভাবে সংস্থাটি গোপন কার্যক্রম করে থাকে, এর গুপ্তচরবৃত্তির ধরন-ধারণ, দেশে-দেশে গড়ে তোলা নেটওয়ার্ক ইত্যাদি অনেক কিছুই রয়ে গেছে অন্ধকারে ঢাকা । সেই অন্ধকার থেকে র-কে অনেকটাই বের করে এনেছেন ভারতীয় সাংবাদিক যতীশ যাদব, লিখেছেন একটি বই- ‘র: এ হিস্ট্রি অফ ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস ।' বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোয় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে র-এর মাধ্যমে ভারতের গোপন কার্যকলাপ, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের গোপন হস্তক্ষেপ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তিনি বইটিতে । মূল বইটির কলেবর বেশি হওয়ায় আমরা সেটিকে দুটি অংশে ভাগ করেছি । পাঁচটি অধ্যায় নিয়ে ‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' শিরোনামে এর আগে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি। ইংরেজিতে রচিত মূল বইটির ওই পাঁচটি অধ্যায়ের শিরোনাম: ১) ব্লাডবাথ ইন বাংলাদেশ, ২) এ ওয়ারিয়র অ্যান্ড দ্য ওয়ারলর্ডস, ৩) শ্রী লংকা অ্যাফেয়ার্স, ৪) স্পাইজ ইন নেপাল ও ৫) এ স্পাই অ্যামং দ্য ডার্ভিশ । এছাড়া রয়েছে লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা । এই পাঁচটি অধ্যায়ের মূলানুগ অনুবাদ নিয়ে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি । অনুবাদে কোনও প্রকার সংযোজন-বিয়োজন করা হয়নি । যতীশ যাদব যা লিখেছেন সেটারই স্বচ্ছ বাংলা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে মূলানুগতা বজায় রেখে । প্রথম অংশে এই অধ্যায়গুলো বেছে নেয়ার কারণ ভৌগোলিক প্রাসঙ্গিকতা । বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান ও ইরান নানাসূত্রে পরস্পর নিকটবর্তী দেশ । এসব দেশে প্রতিবেশী দেশ ভারতের গোপন অভিযান কৌতূহলী মনে আগ্রহের জন্ম দেয় । সেটাই প্রধান বিবেচ্য ছিল প্রথম অংশের অধ্যায়গুলো নির্বাচনের ক্ষেত্রে। এবার আমরা প্রকাশ করলাম বইটির দ্বিতীয় কথা শেষ অংশের অনুবাদ । এখানে যেসব দেশে র-এর গোপন অভিযানের কথা তুলে ধরেছেন যতীশ যাদব, সেগুলো বাংলাদেশের প্রতিবেশী নয়, তবে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে ঘুরেফিরেই । এসব অধ্যায় থেকেও জানা যাবে, বাংলাদেশকে নিয়ে র কী চিন্তা করে, কীভাবে কাজ করে এবং কী করতে চায়। বাংলাদেশ নিয়ে র-এর অনেক নতুন ও অজানা তথ্য জানা যাবে এই অধ্যায়গুলোতে । দ্বিতীয় অংশে স্থান পেয়েছে মূল বইটির ছয়টি অধ্যায়, যেগুলোর ইংরেজি শিরোনাম- ১) থ্রি মাস্কেটিয়ার্স অ্যান্ড এ ব্লাডি ওয়ার ইন ফিজি, ২) শ্যাডোয়ী ওয়ার ইন ওয়াশিংটন, ৩) হান্টিং দ্য র ট্রেইটর, ৪) র ইন শ্যাক্স, ৫) দ্য গ্লোবাল ফুটপ্রিন্টস অব র, এবং ৬) অপারেশন হর্নেট । এছাড়া, প্রাসঙ্গিকতার বিবেচনায় এই অংশেও যুক্ত করা হল লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা। বইটিকে এভাবে দুটি অংশে ভাগ করায় বাঁকা সমালোচনা হতে পারে তবে আমরা মনে করি, বাংলাদেশ আর নিকটতম প্রতিবেশী দেশগুলোই আমাদের চিন্তার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বাংলাদেশে ভারতের প্রভাব আর সাত হাজার মাইল দূরের ফিজির প্রভাব এক হতে পারে না। সুতরাং প্রথম অংশের বাছাই ছিল প্রাসঙ্গিক। অন্যদিকে পাঠক যাতে পুরো বইটিরই বাংলা অনুবাদ পড়তে পারেন, সেই বিবেচনা থেকেই প্রকাশিত হল এই দ্বিতীয় অংশ । প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশ মিলিয়ে এটি যতীশ যাদবের ‘র: এ হিস্ট্রি অব ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস' বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। এবার বইটির শিরোনাম অপরিবর্তিত রাখা হল। ‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়। নানারকম কথা হয়। এমনকি একটি বড় অনলাইন পুস্তক বিক্রেতা বিক্রির জন্য বইটি নিতে অস্বীকার করে, কোনও কারণ ছাড়াই। তাদের হয়তো খেয়াল নেই, এটি ভারতের একজন সাংবাদিকের লেখা বই, দিল্লি থেকে প্রকাশিত এবং এটি নিষিদ্ধ নয়। তবে সে যাই হোক, সারা দেশের পাঠক যেভাবে সাড়া দিয়েছেন তা অবিশ্বাস্য । ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে । স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র-এর নানাপ্রকার তৎপরতা সম্পর্কে নানাপ্রকার কথা শোনা যায়। সেই তৎপরতার কিছু অংশ সম্পর্কে নিরপেক্ষভাবে জানা যাবে ইতিপূর্বে প্রকাশিত বইটির প্রথম অংশের 'বাংলাদেশে রক্তগঙ্গা' শিরোনামযুক্ত প্রথম অধ্যায়ে। নিরপেক্ষ এই কারণে যে বইটি যিনি লিখেছেন, অনেক রকম তথ্য ঘাঁটাঘাঁটি করে, তিনি স্বয়ং একজন ভারতীয়, বাংলাদেশে র-এর তৎপরতা সম্পর্কে তিনি ভুল গল্প রচনা করেছেন এমন মনে করার কোনও কারণ নেই।
https://baatighar.com/web/image/product.template/66711/image_1920?unique=f32192a
(0 review)

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, আরঅ্যান্ডএডাব্লিউ, সংক্ষেপে র। এই সংস্থা সাধারণত বিদেশে ভারতের গোপন মিশন পরিচালনা করে । কীভাবে সংস্থাটি গোপন কার্যক্রম করে থাকে, এর গুপ্তচরবৃত্তির ধরন-ধারণ, দেশে-দেশে গড়ে তোলা নেটওয়ার্ক ইত্যাদি অনেক কিছুই রয়ে গেছে অন্ধকারে ঢাকা । সেই অন্ধকার থেকে র-কে অনেকটাই বের করে এনেছেন ভারতীয় সাংবাদিক যতীশ যাদব, লিখেছেন একটি বই- ‘র: এ হিস্ট্রি অফ ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস ।' বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোয় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে র-এর মাধ্যমে ভারতের গোপন কার্যকলাপ, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের গোপন হস্তক্ষেপ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তিনি বইটিতে ।

মূল বইটির কলেবর বেশি হওয়ায় আমরা সেটিকে দুটি অংশে ভাগ করেছি । পাঁচটি অধ্যায় নিয়ে ‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' শিরোনামে এর আগে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি। ইংরেজিতে রচিত মূল বইটির ওই পাঁচটি অধ্যায়ের শিরোনাম: ১) ব্লাডবাথ ইন বাংলাদেশ, ২) এ ওয়ারিয়র অ্যান্ড দ্য ওয়ারলর্ডস, ৩) শ্রী লংকা অ্যাফেয়ার্স, ৪) স্পাইজ ইন নেপাল ও ৫) এ স্পাই অ্যামং দ্য ডার্ভিশ । এছাড়া রয়েছে লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা । এই পাঁচটি অধ্যায়ের মূলানুগ অনুবাদ নিয়ে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি । অনুবাদে কোনও প্রকার সংযোজন-বিয়োজন করা হয়নি । যতীশ যাদব যা লিখেছেন সেটারই স্বচ্ছ বাংলা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে মূলানুগতা বজায় রেখে । প্রথম অংশে এই অধ্যায়গুলো বেছে নেয়ার কারণ ভৌগোলিক প্রাসঙ্গিকতা । বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান ও ইরান নানাসূত্রে পরস্পর নিকটবর্তী দেশ । এসব দেশে প্রতিবেশী দেশ ভারতের গোপন অভিযান কৌতূহলী মনে আগ্রহের জন্ম দেয় । সেটাই প্রধান বিবেচ্য ছিল প্রথম অংশের অধ্যায়গুলো নির্বাচনের ক্ষেত্রে।

এবার আমরা প্রকাশ করলাম বইটির দ্বিতীয় কথা শেষ অংশের অনুবাদ । এখানে যেসব দেশে র-এর গোপন অভিযানের কথা তুলে ধরেছেন যতীশ যাদব, সেগুলো বাংলাদেশের প্রতিবেশী নয়, তবে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে ঘুরেফিরেই । এসব অধ্যায় থেকেও জানা যাবে, বাংলাদেশকে নিয়ে র কী চিন্তা করে, কীভাবে কাজ করে এবং কী করতে চায়। বাংলাদেশ নিয়ে র-এর অনেক নতুন ও অজানা তথ্য জানা যাবে এই অধ্যায়গুলোতে । দ্বিতীয় অংশে স্থান পেয়েছে মূল বইটির ছয়টি অধ্যায়, যেগুলোর ইংরেজি শিরোনাম- ১) থ্রি মাস্কেটিয়ার্স অ্যান্ড এ ব্লাডি ওয়ার ইন
ফিজি, ২) শ্যাডোয়ী ওয়ার ইন ওয়াশিংটন, ৩) হান্টিং দ্য র ট্রেইটর, ৪) র ইন শ্যাক্স, ৫) দ্য গ্লোবাল ফুটপ্রিন্টস অব র, এবং ৬) অপারেশন হর্নেট । এছাড়া, প্রাসঙ্গিকতার বিবেচনায় এই অংশেও যুক্ত করা হল লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা।

বইটিকে এভাবে দুটি অংশে ভাগ করায় বাঁকা সমালোচনা হতে পারে তবে আমরা মনে করি, বাংলাদেশ আর নিকটতম প্রতিবেশী দেশগুলোই আমাদের চিন্তার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বাংলাদেশে ভারতের প্রভাব আর সাত হাজার মাইল দূরের ফিজির প্রভাব এক হতে পারে না। সুতরাং প্রথম অংশের বাছাই ছিল প্রাসঙ্গিক। অন্যদিকে পাঠক যাতে পুরো বইটিরই বাংলা অনুবাদ পড়তে পারেন, সেই বিবেচনা থেকেই প্রকাশিত হল এই দ্বিতীয় অংশ । প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশ মিলিয়ে এটি যতীশ যাদবের ‘র: এ হিস্ট্রি অব ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস' বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। এবার বইটির শিরোনাম অপরিবর্তিত রাখা হল।

‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়। নানারকম কথা হয়। এমনকি একটি বড় অনলাইন পুস্তক বিক্রেতা বিক্রির জন্য বইটি নিতে অস্বীকার করে, কোনও কারণ ছাড়াই। তাদের হয়তো খেয়াল নেই, এটি ভারতের একজন সাংবাদিকের লেখা বই, দিল্লি থেকে প্রকাশিত এবং এটি নিষিদ্ধ নয়। তবে সে যাই হোক, সারা দেশের পাঠক যেভাবে সাড়া দিয়েছেন তা অবিশ্বাস্য ।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে । স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র-এর নানাপ্রকার তৎপরতা সম্পর্কে নানাপ্রকার কথা শোনা যায়। সেই তৎপরতার কিছু অংশ সম্পর্কে নিরপেক্ষভাবে জানা যাবে ইতিপূর্বে প্রকাশিত বইটির প্রথম অংশের 'বাংলাদেশে রক্তগঙ্গা' শিরোনামযুক্ত প্রথম অধ্যায়ে। নিরপেক্ষ এই কারণে যে বইটি যিনি লিখেছেন, অনেক রকম তথ্য ঘাঁটাঘাঁটি করে, তিনি স্বয়ং একজন ভারতীয়, বাংলাদেশে র-এর তৎপরতা সম্পর্কে তিনি ভুল গল্প রচনা করেছেন এমন মনে করার কোনও কারণ নেই।

225.00 ৳ 225.0 BDT 300.00 ৳

300.00 ৳

Not Available For Sale


This combination does not exist.

Stock Availability
অনলাইন Available
ঢাকা শাখা Out of Stock
সিলেট শাখা Out of Stock
চট্টগ্রাম শাখা Available
রাজশাহী শাখা Available

Share :
100% original guarantee
Return within 30days
Free delivery on all orders

Writer

যতীশ যাদব

Translator

প্রমিত হোসেন

Publisher

সূচীপত্র

ISBN

9789849338543X

Language

Bengali / বাংলা

Country

Bangladesh

Format

Hardcover

Pages

192

যতীশ যাদব

যতীশ যাদব

প্রমিত হোসেন

প্রমিত হােসেন (জন্ম ১৬ এপ্রিল ১৯৬১ / ঝিনাইদহ) Vulgar Reality ধারার গল্প ও উপন্যাস লেখক। বিশ্ব সাহিত্য ও শিল্পকলা বিশ্লেষক। চীন, জাপান, রাশিয়া ও লাতিন আমেরিকান গল্পের অনুবাদক । রুশ সাহিত্যে বিশেষজ্ঞ। কবিতার সাথেও সম্পর্কিত এবং প্রাবন্ধিক। বাবা, ইর্তেজাদ হােসেন (১৯২৭১৯৮০), ছিলেন পুলিশ কর্মকর্তা। সেই সূত্রে জন্ম থেকেই ঘুরেছেন দেশের বিভিন্ন অঞ্চল। সাহিত্য বিষয়ে উৎসাহ পেয়েছেন মা সাহেরা বেগম (১৯৩৭)-এর কাছ থেকে। ইতোমধ্যে প্রকাশিত দ্য গড অব স্মল থিংস, এ্যাণ্ড মর্টনের মনিকা’স ক্টোরি, গুন্টার গ্রাসের দ্য টিন ড্রাম, সালমান রুশদির মিডনাইট'স চিলড্রেন, গাও বিংজিয়ান-এর সোল মাউন্টেন, শোভা দের স্টারি নাইটস এবং ইয়াসুনারি কাওয়াবা তার স্নো কান্ট্রি। এছাড়াও প্রকাশিত হচ্ছে গুন্টার গ্রাসের ক্যাট এ্যান্ড মাউস এবং মার্গারেট অ্যাটউড-এর দ্য রাইন্ড অ্যােসাসিন। আগামী বই মেলায় প্রকাশিত হবে তার শয়তান এবং মিশ্ৰীমাধ্যমের কাজ । প্রমিত হােসেন পেশায় সাংবাদিক।