যে সুচিত্রা সেন কিডন্যাপ হয়েছিলেন
কুলদা রায়ের কথনশৈলীতে বাংলাদেশ তাঁর নিরবচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, মরমি মনের মানুষে ভরা প্রাচীন জনপদ, সেখানকার ইতিহাস, লোকগাথা, ঘুমপাড়ানি গান, বিশ্বাস এবং সংস্কার, লোকাচার, অজস্র আঞ্চলিক ভাষা, দেশভাগ, জাতির নতুন গঠন, মুক্তিযুদ্ধ, সব কিছু নিয়ে বর্তমান সময় থেকে সুদূর অতীত হয়ে নিজেকেই নিজে বারবার অবলোকন করে চলেছে কোনো এক জাদু-আয়নায়। তাই কুলদা রায়ের কথনে সময় কখনো রোমান্টিক, কখনো বা অস্থির কোনো দুঃসময়। তাঁর কথন অতীত-বর্তমান-ভবিষ্যৎ হেলায় অতিক্রম করে যায়, এমন কি আন্তর্জাতিক সীমানা, কাঁটাতারও। জাদুকরী এক বাস্তবের আদলে লেখা চমকে দেওয়া ‘যে সুচিত্রা সেনকে কিডন্যাপ করা হয়েছিল’ গল্পের শিরোনামের এই নতুন গল্প-সংকলনে রয়েছে এই গল্পটি সমেত মোট আটটি গল্প।
কুলদা রায়ের কথনশৈলীতে বাংলাদেশ তাঁর নিরবচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, মরমি মনের মানুষে ভরা প্রাচীন জনপদ, সেখানকার ইতিহাস, লোকগাথা, ঘুমপাড়ানি গান, বিশ্বাস এবং সংস্কার, লোকাচার, অজস্র আঞ্চলিক ভাষা, দেশভাগ, জাতির নতুন গঠন, মুক্তিযুদ্ধ, সব কিছু নিয়ে বর্তমান সময় থেকে সুদূর অতীত হয়ে নিজেকেই নিজে বারবার অবলোকন করে চলেছে কোনো এক জাদু-আয়নায়। তাই কুলদা রায়ের কথনে সময় কখনো রোমান্টিক, কখনো বা অস্থির কোনো দুঃসময়। তাঁর কথন অতীত-বর্তমান-ভবিষ্যৎ হেলায় অতিক্রম করে যায়, এমন কি আন্তর্জাতিক সীমানা, কাঁটাতারও। জাদুকরী এক বাস্তবের আদলে লেখা চমকে দেওয়া ‘যে সুচিত্রা সেনকে কিডন্যাপ করা হয়েছিল’ গল্পের শিরোনামের এই নতুন গল্প-সংকলনে রয়েছে এই গল্পটি সমেত মোট আটটি গল্প।