বঙ্গবন্ধুর শাসনামল : সাফল্য ও ব্যর্থতা
গ্রিক সিফালাসের মতে, ‘কথায় ও কাজে সততাই হচ্ছে ন্যায়।’ রাজনীতিতে বঙ্গবন্ধুর কথায় ও কাজে সত্যতা ছিল, তাই তিনি ছিলেন একজন উঁচুমানের রাজনৈতিক দার্শনিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক।। শূন্যহস্তে দেশ শাসনে তাঁহার ভুল থাকিতেই পারে কিন্তু তাঁহার শাসনামলের সাফল্যের পরিবর্তে যাহারা তাঁহার বিরুদ্ধে মিথ্যা অপ্রশংসা চালাইয়া তাঁহার সকল সাফল্যকে আড়াল করিয়া কলঙ্কিত করিতে চাহিয়াছে তাহারা ইতিহাসে বিচারের কাঠগোড়ায় চিরদিন আসামি হইয়া থাকিবে। দেবতার জ্ঞানে বা অজ্ঞানে নয় বরং সত্য ও যুক্তির জ্ঞানে চেষ্টা করিয়াছি বঙ্গবন্ধুর শাসনামলের সাফল্য ও ব্যর্থতার ইতিহাস নিরূপণে। আল্লাহ সবসময়েই সত্য ও ন্যায়ের পক্ষে। সুতরাং বাংলাদেশের ইতিহাসেও বঙ্গবন্ধুর অবদান সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠা পাক।
গ্রিক সিফালাসের মতে, ‘কথায় ও কাজে সততাই হচ্ছে ন্যায়।’ রাজনীতিতে বঙ্গবন্ধুর কথায় ও কাজে সত্যতা ছিল, তাই তিনি ছিলেন একজন উঁচুমানের রাজনৈতিক দার্শনিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক।। শূন্যহস্তে দেশ শাসনে তাঁহার ভুল থাকিতেই পারে কিন্তু তাঁহার শাসনামলের সাফল্যের পরিবর্তে যাহারা তাঁহার বিরুদ্ধে মিথ্যা অপ্রশংসা চালাইয়া তাঁহার সকল সাফল্যকে আড়াল করিয়া কলঙ্কিত করিতে চাহিয়াছে তাহারা ইতিহাসে বিচারের কাঠগোড়ায় চিরদিন আসামি হইয়া থাকিবে। দেবতার জ্ঞানে বা অজ্ঞানে নয় বরং সত্য ও যুক্তির জ্ঞানে চেষ্টা করিয়াছি বঙ্গবন্ধুর শাসনামলের সাফল্য ও ব্যর্থতার ইতিহাস নিরূপণে। আল্লাহ সবসময়েই সত্য ও ন্যায়ের পক্ষে। সুতরাং বাংলাদেশের ইতিহাসেও বঙ্গবন্ধুর অবদান সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠা পাক।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849581727 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
496 |