কথাসাহিত্যে স্বতন্ত্র স্বর শহীদুল জহির ও অন্যান্য
বই সম্পর্কে:
সৃজনশীল সাহিত্যিক কোনো না কোনোভাবে স্বতন্ত্র শিল্পস্বরের নির্মাতা। মূলত সাহিত্যিকের শিল্পমানস, বিষয়বিন্যাস ও প্রকরণ-পরিচর্যার ভিন্নতার কারণে কথাসাহিত্যে নির্মিত হয় প্রাতিস্বিক স্বর। এই শৈল্পিক স্বাতন্ত্র্যই কথাকোবিদের সার্বভৌমত্বের পরিচয়। শহীদুল জহিরসহ সাতজন কথাশিল্পীর সাহিত্যপ্রসঙ্গ বিবেচিত ও বিশ্লেষিত হয়েছে এই গ্রন্থে। প্রসঙ্গ ও প্রকরণের দিক থেকে স্ব-সময়ে স্বতন্ত্র স্বরস্রষ্টা হিসেবে এই সাহিত্যিকবৃন্দ জাজ্বল্যমান। সময়-সমাজ-অর্থনীতি-রাজনীতির প্রেক্ষাপটে কথাসাহিত্যের নন্দনসূত্রকে অনুসন্ধানের প্রয়াস গ্রন্থটির অন্যতম দিক। বাংলা গদ্যের সূচনা থেকে বাংলাদেশের সাহিত্য পর্যন্ত এই বইয়ের প্রবন্ধসমূহের বিস্তৃতি। প্রাসঙ্গিক তথ্য-উপাত্তের সঙ্গে ব্যক্তিগত অনুভব ও স্বকীয় দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সিদ্ধান্তে পৌছানোর সক্ষমতা পরিলক্ষিত হয় পুস্তকটিতে। মূল্যায়ন, পুনর্মূল্যায়ন ও তুলনামূলক বিচার-বিশ্লেষণধর্মী এই গ্রন্থটি বাংলা সাহিত্যের নিমগ্ন পাঠক-গবেষকের চিন্তাকে উদ্দীপিত করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
বই সম্পর্কে: সৃজনশীল সাহিত্যিক কোনো না কোনোভাবে স্বতন্ত্র শিল্পস্বরের নির্মাতা। মূলত সাহিত্যিকের শিল্পমানস, বিষয়বিন্যাস ও প্রকরণ-পরিচর্যার ভিন্নতার কারণে কথাসাহিত্যে নির্মিত হয় প্রাতিস্বিক স্বর। এই শৈল্পিক স্বাতন্ত্র্যই কথাকোবিদের সার্বভৌমত্বের পরিচয়। শহীদুল জহিরসহ সাতজন কথাশিল্পীর সাহিত্যপ্রসঙ্গ বিবেচিত ও বিশ্লেষিত হয়েছে এই গ্রন্থে। প্রসঙ্গ ও প্রকরণের দিক থেকে স্ব-সময়ে স্বতন্ত্র স্বরস্রষ্টা হিসেবে এই সাহিত্যিকবৃন্দ জাজ্বল্যমান। সময়-সমাজ-অর্থনীতি-রাজনীতির প্রেক্ষাপটে কথাসাহিত্যের নন্দনসূত্রকে অনুসন্ধানের প্রয়াস গ্রন্থটির অন্যতম দিক। বাংলা গদ্যের সূচনা থেকে বাংলাদেশের সাহিত্য পর্যন্ত এই বইয়ের প্রবন্ধসমূহের বিস্তৃতি। প্রাসঙ্গিক তথ্য-উপাত্তের সঙ্গে ব্যক্তিগত অনুভব ও স্বকীয় দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সিদ্ধান্তে পৌছানোর সক্ষমতা পরিলক্ষিত হয় পুস্তকটিতে। মূল্যায়ন, পুনর্মূল্যায়ন ও তুলনামূলক বিচার-বিশ্লেষণধর্মী এই গ্রন্থটি বাংলা সাহিত্যের নিমগ্ন পাঠক-গবেষকের চিন্তাকে উদ্দীপিত করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।
Writer |
|
Publisher |
|
ISBN |
9789849337522 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
127 |