আরব্য উপন্যাস' প্রাচ্য আখ্যানরীতির এক অভিনব নিদর্শন। আখ্যানের সঙ্গে আখ্যান গেঁথে তৈরি হয় এর গল্পের ভুলভুলাইয়া। কিন্তু যে-জীবনবোধ প্রকাশ পায় এই আখ্যানমালায়, অল্পবয়সীদের উপভোগের অনুকূল নয় সে-দর্শন। অথচ তার কথারসের আকর্ষণও উপেক্ষণীয় নয় তাদের কাছে। সম্পাদকশ্রেষ্ঠ রামানন্দ চট্টোপাধ্যায় তাই 'আরব্য উপন্যাসে'র পুনঃকথন করেছিলেন সাবলীল ভাষায়।
বইটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ রামানন্দকে লিখেছিলেন, 'আপনার সম্পাদিত বাংলা আরব্য উপন্যাস উপহার পাইয়া কৃতজ্ঞতা জানাইতেছি। আমি পূর্বেই ইহা ক্রয় করিয়া আমার পরিবারস্থ বালক বালিকা ও বোলপুর ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রদের অবকাশ কালে পড়িবার জন্য দিয়াছি- ইহা হইতেই এই গ্রন্থ সম্বন্ধে আমার মত বুঝিতে পারিবেন। জগতে কথা-গ্রন্থের মধ্যে আরব্য উপন্যাসের তুলনা পাওয়া যায় না- অথচ নানা কারণে সম্পূর্ণ গ্রন্থটি গৃহস্থ ঘরে রাখা যায় না। আপনি সংশোধিত আকারে বাংলায় এই গ্রন্থ প্রকাশ করিয়া শিশুপাঠ্য সাহিত্যকে অলঙ্কৃত করিয়াছেন। বলাবাহুল্য এই গ্রন্থ শিশুসম্প্রদায়ের পিতামাতারও মনোরঞ্জন করিবার যোগ্য।' - ('চিঠিপত্র' ১২, বিশ্বভারতী ১৯৮৬, পৃ. ২২৫।)
আরব্য উপন্যাস' প্রাচ্য আখ্যানরীতির এক অভিনব নিদর্শন। আখ্যানের সঙ্গে আখ্যান গেঁথে তৈরি হয় এর গল্পের ভুলভুলাইয়া। কিন্তু যে-জীবনবোধ প্রকাশ পায় এই আখ্যানমালায়, অল্পবয়সীদের উপভোগের অনুকূল নয় সে-দর্শন। অথচ তার কথারসের আকর্ষণও উপেক্ষণীয় নয় তাদের কাছে। সম্পাদকশ্রেষ্ঠ রামানন্দ চট্টোপাধ্যায় তাই 'আরব্য উপন্যাসে'র পুনঃকথন করেছিলেন সাবলীল ভাষায়।
বইটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ রামানন্দকে লিখেছিলেন, 'আপনার সম্পাদিত বাংলা আরব্য উপন্যাস উপহার পাইয়া কৃতজ্ঞতা জানাইতেছি। আমি পূর্বেই ইহা ক্রয় করিয়া আমার পরিবারস্থ বালক বালিকা ও বোলপুর ব্রহ্মবিদ্যালয়ের ছাত্রদের অবকাশ কালে পড়িবার জন্য দিয়াছি- ইহা হইতেই এই গ্রন্থ সম্বন্ধে আমার মত বুঝিতে পারিবেন। জগতে কথা-গ্রন্থের মধ্যে আরব্য উপন্যাসের তুলনা পাওয়া যায় না- অথচ নানা কারণে সম্পূর্ণ গ্রন্থটি গৃহস্থ ঘরে রাখা যায় না। আপনি সংশোধিত আকারে বাংলায় এই গ্রন্থ প্রকাশ করিয়া শিশুপাঠ্য সাহিত্যকে অলঙ্কৃত করিয়াছেন। বলাবাহুল্য এই গ্রন্থ শিশুসম্প্রদায়ের পিতামাতারও মনোরঞ্জন করিবার যোগ্য।' - ('চিঠিপত্র' ১২, বিশ্বভারতী ১৯৮৬, পৃ. ২২৫।)