চা-চরিত
দরদি প্রাচ্যবিদ পণ্ডিত কাকুজো ওকাকুরা আমেরিকায় বসে এই যে-বইটি লেখেন, তার স্বল্প পরিসরে বিধৃত রয়েছে গভীর ঐশ্বর্য। পাশ্চাত্য জীবনের পল্লবিত তেজ আর উচ্চকিত প্রদর্শনীর নিজস্ব শৈলীর মধ্যে বসে প্রাচ্যের প্রাচীন সম্বৃত-গম্ভীর দর্শনের ধারাকে তুলে ধরতে চেয়েছেন লেখক। তাঁর রচনায় মিশে আছে ইতিহাসবোধ, প্রজ্ঞা, শিল্পচেতনা, দেশপ্রেম আর আমাদের অধুনাতন সামূহিক চটুলতার প্রতি এক অভিমান। এ বইয়ে শিল্প, সমাজ আর মানুষের ইতিহাস একাকার হয়ে গেছে দার্শনিক চিন্তার আবহে। ইতিহাসের বন্ধ দরজা খুলে মরমি লেখক আমাদের দেখিয়েছেন কুয়াশাঘেরা এক রহস্যময় সুন্দর উপত্যকায় ছড়ানো মাণিক্যের চমক, ফুলের সৌরভ। এ বই পড়ে বুঝতে পারি, আমরা কী ছিলাম, কী হয়েছি এবং কী হতে পারা যেত। তবু এ বই আমাদের দেয় এক অভেদ্য কবচকুণ্ডল, যার ক্ষমতা আছে মোটাদাগের দুনিয়ার প্রহার থেকে আমাদের রক্ষা করে এক উন্নততর, গভীরতর অর্থবহ জীবনে পৌঁছে দেবার, যেখানে শিল্প আর জীবন একাকার হয়ে জীবনই শিল্পে পরিণত হয়।
দরদি প্রাচ্যবিদ পণ্ডিত কাকুজো ওকাকুরা আমেরিকায় বসে এই যে-বইটি লেখেন, তার স্বল্প পরিসরে বিধৃত রয়েছে গভীর ঐশ্বর্য। পাশ্চাত্য জীবনের পল্লবিত তেজ আর উচ্চকিত প্রদর্শনীর নিজস্ব শৈলীর মধ্যে বসে প্রাচ্যের প্রাচীন সম্বৃত-গম্ভীর দর্শনের ধারাকে তুলে ধরতে চেয়েছেন লেখক। তাঁর রচনায় মিশে আছে ইতিহাসবোধ, প্রজ্ঞা, শিল্পচেতনা, দেশপ্রেম আর আমাদের অধুনাতন সামূহিক চটুলতার প্রতি এক অভিমান। এ বইয়ে শিল্প, সমাজ আর মানুষের ইতিহাস একাকার হয়ে গেছে দার্শনিক চিন্তার আবহে। ইতিহাসের বন্ধ দরজা খুলে মরমি লেখক আমাদের দেখিয়েছেন কুয়াশাঘেরা এক রহস্যময় সুন্দর উপত্যকায় ছড়ানো মাণিক্যের চমক, ফুলের সৌরভ। এ বই পড়ে বুঝতে পারি, আমরা কী ছিলাম, কী হয়েছি এবং কী হতে পারা যেত। তবু এ বই আমাদের দেয় এক অভেদ্য কবচকুণ্ডল, যার ক্ষমতা আছে মোটাদাগের দুনিয়ার প্রহার থেকে আমাদের রক্ষা করে এক উন্নততর, গভীরতর অর্থবহ জীবনে পৌঁছে দেবার, যেখানে শিল্প আর জীবন একাকার হয়ে জীবনই শিল্পে পরিণত হয়।
Writer |
|
Translator |
|
Publisher |
|
ISBN |
9789380542447 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Paperback |
First Published |
December 2006 |
Pages |
72 |