শরদিন্দু’র রহস্যভেদ : ব্যামকেশ ও অন্যান্য সাহিত্যকর্ম প্রসঙ্গে
সাধারণত দেখা গেছে, বাংলায় সাহিত্য নিয়ে জনপ্রিয় সিনেমা তৈরি হলে তা সেই সাহিত্যকে কেন্দ্র করে একটা হইচই ও বাজারে বিক্রির ক্ষেত্রে একটা অতিরিক্ত চাহিদা তৈরি করে। আলাপ-আলোচনাও বেড়ে যায়। শরদিন্দুর। বিপুল লেখাপত্র নিয়ে অ্যাকাডেমিক আলোচনা বিশেষ হয়নি, যতটা হওয়া প্রয়োজন ছিল।
শরদিন্দু অনেক দিন ধরেই বিপুল জনপ্রিয়। ব্যোমকেশের রহস্য উপন্যাস তো বটেই, ঐতিহাসিক কাহিনিরও পাঠক সংখ্যা বিপুল। সত্যজিৎ রায় কৃত 'চিড়িয়াখানা' এবং 'ঝিন্দের বন্দী'-র মতো সিনেমার প্রবল জনপ্রিয়তা শরদিন্দুর পাঠক সংখ্যা বাড়িয়েছে সন্দেহ নেই, কিন্তু সাহিত্য সমালোচনার, তথা নন্দনতত্ত্ব আলোচনার প্রাঙ্গণে শরদিন্দু ব্রাত্য থেকে গেছেন।
বলা যায়, এই কাজে পথিকৃতের ভূমিকা পালন করেন প্রয়াত প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক ও বিশিষ্ট অধ্যাপক ক্ষেত্র গুপ্ত। শরদিন্দুর সাহিত্য, বিশেষত ব্যোমকেশের গোয়েন্দা কাহিনি নিয়ে অসংখ্য প্রবন্ধ ও একটি কুশ গ্রন্থে শরদিন্দুর পূর্ণাঙ্গ সাহিত্য নিয়েও ওঁর ভাবনাচিন্তা রক্ষণশীল তো নয়ই, বরং বৈপ্লবিক।
একাধারে শরদিন্দুর সাহিত্যের নন্দনতত্ত্বের আলোচনা ওঁর নিজস্ব সৃষ্টি ও ভাবনা 'অবয়বগত বিশ্লেষণ', অন্য দিকে জনপ্রিয় সাহিত্যের সৌন্দর্য বিশ্লেষণ লেখাগুলিকে অমূল্য করে তুলেছে।
শরদিন্দুর সাহিত্য নিয়ে এই আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণী প্রবন্ধ, বিচ্ছিন্ন ও অধুনালুপ্ত গ্রন্থকে একত্র করার ভাবনা থেকেই এই গ্রন্থের জন্ম। পরিমার্জিত ও পরিবর্ধিত এই সংকলন পাঠকের ও গবেষকদের ভালো লাগলে শ্রম সার্থক। হবে বোধ করি।
৩১শে জানুয়ারি। ২০২২
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
সাধারণত দেখা গেছে, বাংলায় সাহিত্য নিয়ে জনপ্রিয় সিনেমা তৈরি হলে তা সেই সাহিত্যকে কেন্দ্র করে একটা হইচই ও বাজারে বিক্রির ক্ষেত্রে একটা অতিরিক্ত চাহিদা তৈরি করে। আলাপ-আলোচনাও বেড়ে যায়। শরদিন্দুর। বিপুল লেখাপত্র নিয়ে অ্যাকাডেমিক আলোচনা বিশেষ হয়নি, যতটা হওয়া প্রয়োজন ছিল। শরদিন্দু অনেক দিন ধরেই বিপুল জনপ্রিয়। ব্যোমকেশের রহস্য উপন্যাস তো বটেই, ঐতিহাসিক কাহিনিরও পাঠক সংখ্যা বিপুল। সত্যজিৎ রায় কৃত 'চিড়িয়াখানা' এবং 'ঝিন্দের বন্দী'-র মতো সিনেমার প্রবল জনপ্রিয়তা শরদিন্দুর পাঠক সংখ্যা বাড়িয়েছে সন্দেহ নেই, কিন্তু সাহিত্য সমালোচনার, তথা নন্দনতত্ত্ব আলোচনার প্রাঙ্গণে শরদিন্দু ব্রাত্য থেকে গেছেন। বলা যায়, এই কাজে পথিকৃতের ভূমিকা পালন করেন প্রয়াত প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক ও বিশিষ্ট অধ্যাপক ক্ষেত্র গুপ্ত। শরদিন্দুর সাহিত্য, বিশেষত ব্যোমকেশের গোয়েন্দা কাহিনি নিয়ে অসংখ্য প্রবন্ধ ও একটি কুশ গ্রন্থে শরদিন্দুর পূর্ণাঙ্গ সাহিত্য নিয়েও ওঁর ভাবনাচিন্তা রক্ষণশীল তো নয়ই, বরং বৈপ্লবিক। একাধারে শরদিন্দুর সাহিত্যের নন্দনতত্ত্বের আলোচনা ওঁর নিজস্ব সৃষ্টি ও ভাবনা 'অবয়বগত বিশ্লেষণ', অন্য দিকে জনপ্রিয় সাহিত্যের সৌন্দর্য বিশ্লেষণ লেখাগুলিকে অমূল্য করে তুলেছে। শরদিন্দুর সাহিত্য নিয়ে এই আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণী প্রবন্ধ, বিচ্ছিন্ন ও অধুনালুপ্ত গ্রন্থকে একত্র করার ভাবনা থেকেই এই গ্রন্থের জন্ম। পরিমার্জিত ও পরিবর্ধিত এই সংকলন পাঠকের ও গবেষকদের ভালো লাগলে শ্রম সার্থক। হবে বোধ করি। ৩১শে জানুয়ারি। ২০২২ ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়
Writer |
|
Publisher |
|
ISBN |
9788183746878 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
248 |