পথের কবি
যিনি পথের পাঁচালী-কার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি। তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী।
প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায় ।
যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা, তাঁর জীবন কিন্তু দুবোধ আর জটিল। সেই জটিল, মিস্টিক জীবনেরই গ্রন্থিমোচন এ-গ্রন্থের পাতায়-পাতায়। পথের কবি বিভূতিভূষণের চলার পথের দু-ধারে যে-অজস্র ঘটনার ফুল আর কাঁটা ছিল ছড়ানো, দুর্লভ নিষ্ঠায় আর দুস্তর পরিশ্রমে সেই সমস্তকিছুকে সযত্নে কুড়িয়ে নিয়েছেন জীবনীকার কিশলয় ঠাকুর, উন্মোচিত করেছেন বহির্জীবন ও অন্তর্জীবনের এক অসামান্য আলেখ্য। বিভূতিভূষণের সমকালের ভদ্রেতর মানুষজন, শিল্পী-সাহিত্যিক পরিমণ্ডল, একাধিক প্রেমার্থিনী-অনুরাগিণীর উজ্জ্বল আবির্ভাব— এসব কথা যেমন অকপটভাবে এই গ্রন্থে, তেমনই বিভূতিভূষণের বিভিন্ন রচনার পশ্চাৎপট বা নেপথ্যকাহিনী, তাঁর অতীন্দ্রিয় অনুভূতি, অলৌকিকদর্শন আর প্রয়াণরহস্যের নানা অজ্ঞাত কথাও ত্রিমাত্রিক চলচ্ছবির মতো এ-গ্রন্থে উদ্ভাসিত । বিভূতিভূষণ সম্পর্কে বহু অন্তরঙ্গ স্মৃতিসাক্ষ্য ও দুষ্প্রাপ্য সাক্ষাৎকার এবং তাঁর ঘটনাঘন জীবনের ক্যামেরাসাক্ষী বহু দুর্লভ আলোকচিত্র এ-বইয়ের অতিরিক্ত আকর্ষণ । প্রচলিত অর্থে আত্মকথা লিখে যাননি পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিল কিছু নোটবুক আর দিনলিপির টুকরো পাতা। ছিন্নবিচ্ছিন্ন সেইসব সূত্র ধরে বিভূতিভূষণের জনজীবন ও মনোজীবনের পরিচয়দীপ্ত পূর্বাপর যে-জীবনী রচনা করেছেন কিশলয় ঠাকুর তা শুধু নিখুঁত এক চিত্রণই নয়, বাংলা জীবনীসাহিত্যেও এক অপ্রতিম দিক্চিহ্ন।
যিনি পথের পাঁচালী-কার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি। তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায় । যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা, তাঁর জীবন কিন্তু দুবোধ আর জটিল। সেই জটিল, মিস্টিক জীবনেরই গ্রন্থিমোচন এ-গ্রন্থের পাতায়-পাতায়। পথের কবি বিভূতিভূষণের চলার পথের দু-ধারে যে-অজস্র ঘটনার ফুল আর কাঁটা ছিল ছড়ানো, দুর্লভ নিষ্ঠায় আর দুস্তর পরিশ্রমে সেই সমস্তকিছুকে সযত্নে কুড়িয়ে নিয়েছেন জীবনীকার কিশলয় ঠাকুর, উন্মোচিত করেছেন বহির্জীবন ও অন্তর্জীবনের এক অসামান্য আলেখ্য। বিভূতিভূষণের সমকালের ভদ্রেতর মানুষজন, শিল্পী-সাহিত্যিক পরিমণ্ডল, একাধিক প্রেমার্থিনী-অনুরাগিণীর উজ্জ্বল আবির্ভাব— এসব কথা যেমন অকপটভাবে এই গ্রন্থে, তেমনই বিভূতিভূষণের বিভিন্ন রচনার পশ্চাৎপট বা নেপথ্যকাহিনী, তাঁর অতীন্দ্রিয় অনুভূতি, অলৌকিকদর্শন আর প্রয়াণরহস্যের নানা অজ্ঞাত কথাও ত্রিমাত্রিক চলচ্ছবির মতো এ-গ্রন্থে উদ্ভাসিত । বিভূতিভূষণ সম্পর্কে বহু অন্তরঙ্গ স্মৃতিসাক্ষ্য ও দুষ্প্রাপ্য সাক্ষাৎকার এবং তাঁর ঘটনাঘন জীবনের ক্যামেরাসাক্ষী বহু দুর্লভ আলোকচিত্র এ-বইয়ের অতিরিক্ত আকর্ষণ । প্রচলিত অর্থে আত্মকথা লিখে যাননি পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিল কিছু নোটবুক আর দিনলিপির টুকরো পাতা। ছিন্নবিচ্ছিন্ন সেইসব সূত্র ধরে বিভূতিভূষণের জনজীবন ও মনোজীবনের পরিচয়দীপ্ত পূর্বাপর যে-জীবনী রচনা করেছেন কিশলয় ঠাকুর তা শুধু নিখুঁত এক চিত্রণই নয়, বাংলা জীবনীসাহিত্যেও এক অপ্রতিম দিক্চিহ্ন।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788172154479 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
351 |