আঠার শতকের বাংলা গদ্য ও উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য
লন্ডনের 'ইনডিয়া অফিস’ লাইব্রেরি ও প্যারিসের 'বিবলিওয়েথেক নাসিওলেল’-এ আবিষ্কৃত সতের আঠার শতকের বাংলা চিঠিপত্র ও ব্যবসায়িক কাগজপত্র বাংলা গদ্যের ইতিহাসকে অন্তত শ-দেড়েক বছর পেছিয়ে নিয়েছে। ইংরেজরা আসার আগেই বাংলায় গদ্যভাষা তৈরি হয়ে গিয়েছিল। ‘আঠার শতকের বাংলা গদ্য’-এ তেমনই একটি প্রামাণিক দলিল প্রথম সংকলিত হয়েছে—ভূমিকাসহ।
‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’-এ বাংলার আদিকালের সংবাদ-সাময়িকপত্রের বিষয় রচনাশৈলী, শব্দ ব্যবহার, যতিচিহ্ন-ব্যবহার, গদ্যের এই উপাদানগুলির বিশ্লেষণে পরীক্ষা করা হয়েছে—সাম্রাজ্যবাদী প্রভাবে বাংলা গদ্য কীভাবে বদলে যাচ্ছিল। আবার আত্মরক্ষার তাগিদে গদ্য কেমন পদ্যও হয়ে উঠছিল।
এর সঙ্গে ‘সমাচার দর্পণ’, ‘সমাচার চন্দ্রিকা’, পত্রিকাদুটির সূচিপত্র তৈরি করা হয়েছে—যা একমাত্র এই গ্রন্থেই আছে।
‘আঠার শতকের বাংলা গদ্য' ও ‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’ নামে প্রকাশিত দুটি বই এই প্রথম একসঙ্গে সংশোধিত আকারে প্রকাশিত হল?
বাংলা গদ্যের বিকাশের ইতিহাস আলোচনায় এই অখণ্ড সংস্করণ গল্পের অধ্যাপক, ছাত্রছাত্রী ও সাধারণ পাঠকের পক্ষে অপরিহার্য আকর গ্রন্থ হয়ে উঠল।
লন্ডনের 'ইনডিয়া অফিস’ লাইব্রেরি ও প্যারিসের 'বিবলিওয়েথেক নাসিওলেল’-এ আবিষ্কৃত সতের আঠার শতকের বাংলা চিঠিপত্র ও ব্যবসায়িক কাগজপত্র বাংলা গদ্যের ইতিহাসকে অন্তত শ-দেড়েক বছর পেছিয়ে নিয়েছে। ইংরেজরা আসার আগেই বাংলায় গদ্যভাষা তৈরি হয়ে গিয়েছিল। ‘আঠার শতকের বাংলা গদ্য’-এ তেমনই একটি প্রামাণিক দলিল প্রথম সংকলিত হয়েছে—ভূমিকাসহ। ‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’-এ বাংলার আদিকালের সংবাদ-সাময়িকপত্রের বিষয় রচনাশৈলী, শব্দ ব্যবহার, যতিচিহ্ন-ব্যবহার, গদ্যের এই উপাদানগুলির বিশ্লেষণে পরীক্ষা করা হয়েছে—সাম্রাজ্যবাদী প্রভাবে বাংলা গদ্য কীভাবে বদলে যাচ্ছিল। আবার আত্মরক্ষার তাগিদে গদ্য কেমন পদ্যও হয়ে উঠছিল। এর সঙ্গে ‘সমাচার দর্পণ’, ‘সমাচার চন্দ্রিকা’, পত্রিকাদুটির সূচিপত্র তৈরি করা হয়েছে—যা একমাত্র এই গ্রন্থেই আছে। ‘আঠার শতকের বাংলা গদ্য' ও ‘উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য’ নামে প্রকাশিত দুটি বই এই প্রথম একসঙ্গে সংশোধিত আকারে প্রকাশিত হল? বাংলা গদ্যের বিকাশের ইতিহাস আলোচনায় এই অখণ্ড সংস্করণ গল্পের অধ্যাপক, ছাত্রছাত্রী ও সাধারণ পাঠকের পক্ষে অপরিহার্য আকর গ্রন্থ হয়ে উঠল।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788129529695 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
First Published |
January 1987 |
Pages |
755 |