কোজাগর
লেখক যদি দ্বিতীয় বিধাতা, তাহলে তাঁর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টির মতােই হয় বৈচিত্র্যে বর্ণোজ্জ্বল, গভীরতায় অন্তঃসঞ্চারী। সৃষ্টির মধ্যেই বিধৃত থাকেন স্রষ্টা। বুদ্ধদেব গুহর পরিচয় তার লেখার মধ্যেই বিধৃত। বুদ্ধদেব গুহ যাত্রা শুরু করেছিলেন 'হলুদ বসন্ত' দিয়ে। তারপর দীর্ঘ দুই যুগ ধরে প্রকাশিত হয়েছে উল্লেখযোেগ্য বেশ কিছু উপন্যাস এবং ছােটগল্প। একথা সত্যি, বাজার-চলতি উপন্যাসের জনপ্রিয়তা তিনি লাভ করেন নি। কিন্তু লেখার প্রসাদগুণ, গভীর ও উদার মানবিকতা, সর্বোপরি সমসময়ের প্রতি দায়িত্ববােধ এই লেখককে সুধী পাঠকশ্রেণীর একান্ত আপনজন করে তুলেছে। বুদ্ধদেব গুহ নিজস্ব একটি সচেতন ও বিদগ্ধ পাঠকমণ্ডলী তৈরী করতে সক্ষম হয়েছেন। কালজয়ী মুষ্টিমেয় কথাশিল্পী, সুখের বিষয়, এই পাঠকশ্রেণীর পরিপােষণ পেয়েই আমাদের সাহিত্যকে সমৃদ্ধ ও গৌরবের ধন করেছেন। ভিন্ন পেশায় অহরাত্র ব্যস্ত থেকেও এই মানুষটি যে শান্ত সৌম্য শিল্পীসত্তাটিকে সযত্নে বুকের ভেতর লালন করেন। তার কাছে সাহিত্য সাধনার মর্যাদায় গৃহীত। আর সেকারণেই 'কোজাগর’ এমন সমাজসমস্যামুলক মানবতাবাদী আশ্চর্য উপন্যাস তার কাছ থেকে পাওয়া সম্ভব হল। অরণ্য-পর্বতের পটভূমিতে, আদিবাসী গ্রামকে কেন্দ্র করে তিনি এরউপস্থাপন করেছেন স্বধীনােত্তর ভারতের সামাজিক ও মানবিক জটিল সমস্যাগুলি। তাঁর জাদুকরী কলম মুহুর্তে প্রতিটি পাঠককে আত্মসচেতনতায় সজাগ সতর্ক করে তুলবে। এমন বাত্ময় ও মরমী উপস্থাপনশৈলী দীর্ঘকাল বাংলা উপন্যাসে অনুপস্থিত। কোজাগর বর্তমান সমস্যাজর্জর ভারতকে আগামী দিনের উদার অভূদয়ের পথপ্রদর্শন করবে নিঃসন্দেহে।
লেখক যদি দ্বিতীয় বিধাতা, তাহলে তাঁর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টির মতােই হয় বৈচিত্র্যে বর্ণোজ্জ্বল, গভীরতায় অন্তঃসঞ্চারী। সৃষ্টির মধ্যেই বিধৃত থাকেন স্রষ্টা। বুদ্ধদেব গুহর পরিচয় তার লেখার মধ্যেই বিধৃত। বুদ্ধদেব গুহ যাত্রা শুরু করেছিলেন 'হলুদ বসন্ত' দিয়ে। তারপর দীর্ঘ দুই যুগ ধরে প্রকাশিত হয়েছে উল্লেখযোেগ্য বেশ কিছু উপন্যাস এবং ছােটগল্প। একথা সত্যি, বাজার-চলতি উপন্যাসের জনপ্রিয়তা তিনি লাভ করেন নি। কিন্তু লেখার প্রসাদগুণ, গভীর ও উদার মানবিকতা, সর্বোপরি সমসময়ের প্রতি দায়িত্ববােধ এই লেখককে সুধী পাঠকশ্রেণীর একান্ত আপনজন করে তুলেছে। বুদ্ধদেব গুহ নিজস্ব একটি সচেতন ও বিদগ্ধ পাঠকমণ্ডলী তৈরী করতে সক্ষম হয়েছেন। কালজয়ী মুষ্টিমেয় কথাশিল্পী, সুখের বিষয়, এই পাঠকশ্রেণীর পরিপােষণ পেয়েই আমাদের সাহিত্যকে সমৃদ্ধ ও গৌরবের ধন করেছেন। ভিন্ন পেশায় অহরাত্র ব্যস্ত থেকেও এই মানুষটি যে শান্ত সৌম্য শিল্পীসত্তাটিকে সযত্নে বুকের ভেতর লালন করেন। তার কাছে সাহিত্য সাধনার মর্যাদায় গৃহীত। আর সেকারণেই 'কোজাগর’ এমন সমাজসমস্যামুলক মানবতাবাদী আশ্চর্য উপন্যাস তার কাছ থেকে পাওয়া সম্ভব হল। অরণ্য-পর্বতের পটভূমিতে, আদিবাসী গ্রামকে কেন্দ্র করে তিনি এরউপস্থাপন করেছেন স্বধীনােত্তর ভারতের সামাজিক ও মানবিক জটিল সমস্যাগুলি। তাঁর জাদুকরী কলম মুহুর্তে প্রতিটি পাঠককে আত্মসচেতনতায় সজাগ সতর্ক করে তুলবে। এমন বাত্ময় ও মরমী উপস্থাপনশৈলী দীর্ঘকাল বাংলা উপন্যাসে অনুপস্থিত। কোজাগর বর্তমান সমস্যাজর্জর ভারতকে আগামী দিনের উদার অভূদয়ের পথপ্রদর্শন করবে নিঃসন্দেহে।
Writer |
|
Publisher |
|
ISBN |
9788129515025 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
First Published |
1984 |
Pages |
368 |