ইতিহাস লেখকের কাজ
মার্ক ব্লক জন্মগ্রহণ করেন ১৮৮৬ সালের ৬ জুলাই লিয়ঁ-তে। শিক্ষাগ্রহণ করেছিলেন Ecole Normale Supéricure-তে। এখান থেকেই ১৯০৮ সালে তিনি স্নাতক হন, বিশেষভাবে অধ্যয়ন করেন। ইতিহাস ও ভূগোলবিদ্যা। তারপর, মোঁপেলিয়ে এবং অ্যাজ-এর মাধ্যমিক (Iycées) বিদ্যালয়ে এই বিষয়গুলিতেই তিনি শিক্ষকতা করেন। স্ত্রাম্বুর্গ বিশ্ববিদ্যালয়ে মধ্যযুগের ইতিহাসের অধ্যাপক পদে নিযুক্ত হন ১৯১৯ সালে এবং ১৯৩৭ সাল পর্যন্ত ওই পদেই থাকেন। এরপর বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। প্রথম বিশ্বযুদ্ধে ফরাসি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মার্ক ব্লকের বিদ্যানুশীলন ও শিক্ষকতা জীবনের শুরু ব্যাহত হয়েছিল। ১৯৩৯ সালে আবার তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে যোগ দেওয়ার ডাক পান। তখন তিনি ছয় সন্তানের পিতা, বয়স তিপ্পান্ন বছর। ফ্রান্সের পতনের কিছুদিন পরেই ১৯৪০-এর জুলাইয়ে তিনি ওই পদে থাকাকালীন সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। সে সময় তাঁর দেশ যে নৈতিক ও বাস্তব অসহায় অবস্থায় পড়েছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ এক অসাধারণ মর্মস্পর্শী বিবরণ তাঁর লেখা বই Strange Defeat-এ রয়েছে।
১৯৪২-এ তিনি ‘ফরাসি প্রতিরোধ’-এ সক্রিয় হয়ে ওঠেন। দুই বছর পরে জার্মানদের হাতে ধরা পড়েন, অত্যাচারিত হন এবং নিহত হন। বিদ্বমহলে তাঁর মৃত্যু সংবাদের কী প্রভাব পড়েছিল তা ডি. ডব্লিউ. ব্লোগেন-এর লেখায় সবচেয়ে ভালোভাবে প্রকাশ পেয়েছে: “মার্ক ব্লকের মৃত্যুসংবাদ যেদিন কেমব্রিজে আমাদের কাছে এসে পৌঁছল, সেদিনটা আমার স্পষ্ট মনে আছে; আর হায় রে!— ওঁর পালিয়ে যেতে পারার গুজবটাকে কত আগ্রহের সঙ্গেই না আমরা আঁকড়ে রেখেছিলাম। যখন আমাদের মনে আর কোনো সন্দেহই রইল না যে সত্যিই তিনি মারা গেছেন, তখন আমরা অনুভব করলাম সমগ্র শিক্ষাজগতের উপর একটা কঠিন আঘাত নেমে এল।”
মার্ক ব্লকের উল্লেখযোগ্য রচনার সংখ্যা অনেক। এগুলির মধ্যে সুপরিচিত Les Rois thauma turges, Les Caractères originaux de l'historie rurale française, La Société féodale ইত্যাদি। এগুলির প্রতিটিই ইতিহাস-বিজ্ঞান চর্চার এক-একটি দিগনির্দেশক।
মার্ক ব্লক জন্মগ্রহণ করেন ১৮৮৬ সালের ৬ জুলাই লিয়ঁ-তে। শিক্ষাগ্রহণ করেছিলেন Ecole Normale Supéricure-তে। এখান থেকেই ১৯০৮ সালে তিনি স্নাতক হন, বিশেষভাবে অধ্যয়ন করেন। ইতিহাস ও ভূগোলবিদ্যা। তারপর, মোঁপেলিয়ে এবং অ্যাজ-এর মাধ্যমিক (Iycées) বিদ্যালয়ে এই বিষয়গুলিতেই তিনি শিক্ষকতা করেন। স্ত্রাম্বুর্গ বিশ্ববিদ্যালয়ে মধ্যযুগের ইতিহাসের অধ্যাপক পদে নিযুক্ত হন ১৯১৯ সালে এবং ১৯৩৭ সাল পর্যন্ত ওই পদেই থাকেন। এরপর বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। প্রথম বিশ্বযুদ্ধে ফরাসি সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য মার্ক ব্লকের বিদ্যানুশীলন ও শিক্ষকতা জীবনের শুরু ব্যাহত হয়েছিল। ১৯৩৯ সালে আবার তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে যোগ দেওয়ার ডাক পান। তখন তিনি ছয় সন্তানের পিতা, বয়স তিপ্পান্ন বছর। ফ্রান্সের পতনের কিছুদিন পরেই ১৯৪০-এর জুলাইয়ে তিনি ওই পদে থাকাকালীন সেনাবাহিনী থেকে অব্যাহতি পান। সে সময় তাঁর দেশ যে নৈতিক ও বাস্তব অসহায় অবস্থায় পড়েছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ এক অসাধারণ মর্মস্পর্শী বিবরণ তাঁর লেখা বই Strange Defeat-এ রয়েছে। ১৯৪২-এ তিনি ‘ফরাসি প্রতিরোধ’-এ সক্রিয় হয়ে ওঠেন। দুই বছর পরে জার্মানদের হাতে ধরা পড়েন, অত্যাচারিত হন এবং নিহত হন। বিদ্বমহলে তাঁর মৃত্যু সংবাদের কী প্রভাব পড়েছিল তা ডি. ডব্লিউ. ব্লোগেন-এর লেখায় সবচেয়ে ভালোভাবে প্রকাশ পেয়েছে: “মার্ক ব্লকের মৃত্যুসংবাদ যেদিন কেমব্রিজে আমাদের কাছে এসে পৌঁছল, সেদিনটা আমার স্পষ্ট মনে আছে; আর হায় রে!— ওঁর পালিয়ে যেতে পারার গুজবটাকে কত আগ্রহের সঙ্গেই না আমরা আঁকড়ে রেখেছিলাম। যখন আমাদের মনে আর কোনো সন্দেহই রইল না যে সত্যিই তিনি মারা গেছেন, তখন আমরা অনুভব করলাম সমগ্র শিক্ষাজগতের উপর একটা কঠিন আঘাত নেমে এল।” মার্ক ব্লকের উল্লেখযোগ্য রচনার সংখ্যা অনেক। এগুলির মধ্যে সুপরিচিত Les Rois thauma turges, Les Caractères originaux de l'historie rurale française, La Société féodale ইত্যাদি। এগুলির প্রতিটিই ইতিহাস-বিজ্ঞান চর্চার এক-একটি দিগনির্দেশক।
Writer |
|
Publisher |
|
ISBN |
8170742625 |
Language |
Bengali / বাংলা |
Country |
India |
Format |
Hardcover |
Pages |
144 |