স্তালিনবিদ্বেষের মুখ খ্রুশ্চেভের মিথ্যাভাষণ
স্তালিনের মৃত্যুর পর ১৯৫৬ সালের বিংশতি কংগ্রেসে খুশ্চেভের গােপন প্রতিবেদন স্তালিনের বিরুদ্ধে অপরিমেয় অপরাধের অভিযােগ এনে বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনকে বিধ্বস্ত করে দিয়েছিল। যার প্রভাব আজও কাটেনি। কিন্তু তাঁর বক্তব্যে কতটা সত্যি ছিল? নব্বইয়ের দশক থেকে সােভিয়েত লেখ্যাগারের প্রচুর নথিপত্র প্রকাশ পাবার পর এই নিয়ে যথার্থ তথ্যভিত্তিক আলােচনার পূর্বশর্ত তৈরি হয়েছে। প্রধানত রুশ এবং ইংরেজি ছাড়াও অন্য ভাষায় বিভিন্ন প্রত্যক্ষ সূত্রের বিস্তারিত পর্যালােচনা করে এই বই সেই বিতর্ক এবং সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশে নতুন মাত্রা যােগ করেছে। পুঙ্খানুপুঙ্খ সূত্রনির্দেশ দেওয়া হয়েছে বলে সাবধানী গবেষক এবং আগ্রহী পাঠক পাঠিকা বইয়ের প্রত্যেকটি বক্তব্যের সত্যতা যাচাই করে নিতে পারবেন । ইতিমধ্যেই তামিল, হিন্দি এবং আরাে কয়েকটি ভাষায় এর অনুবাদ প্রকাশিত হয়েছে। লেখক গ্রোভার ফার (১৯৪৪) মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। কৈশােরে রুশ ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। স্তালিন আমলে সসাভিয়েত ইউনিয়নের ইতিহাস নিয়ে গবেষণায় মনােনিবেশ করেছেন সত্তরের দশক থেকে। পরিশ্রমী তথ্যনিষ্ঠ গবেষণার আশ্রয় নিয়ে সােভিয়েত ইতিহাসের বর্তমান চর্চায় ভাবাদর্শ এবং পক্ষপাতদোষের প্রাদুর্ভাব নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন তাঁর অনেক বই এবং প্রবন্ধে। বহু জালিয়াতি এবং অসত্যের মুখােশ খুলে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে এই ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে।
স্তালিনের মৃত্যুর পর ১৯৫৬ সালের বিংশতি কংগ্রেসে খুশ্চেভের গােপন প্রতিবেদন স্তালিনের বিরুদ্ধে অপরিমেয় অপরাধের অভিযােগ এনে বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনকে বিধ্বস্ত করে দিয়েছিল। যার প্রভাব আজও কাটেনি। কিন্তু তাঁর বক্তব্যে কতটা সত্যি ছিল? নব্বইয়ের দশক থেকে সােভিয়েত লেখ্যাগারের প্রচুর নথিপত্র প্রকাশ পাবার পর এই নিয়ে যথার্থ তথ্যভিত্তিক আলােচনার পূর্বশর্ত তৈরি হয়েছে। প্রধানত রুশ এবং ইংরেজি ছাড়াও অন্য ভাষায় বিভিন্ন প্রত্যক্ষ সূত্রের বিস্তারিত পর্যালােচনা করে এই বই সেই বিতর্ক এবং সমাজতান্ত্রিক চিন্তা ভাবনার মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশে নতুন মাত্রা যােগ করেছে। পুঙ্খানুপুঙ্খ সূত্রনির্দেশ দেওয়া হয়েছে বলে সাবধানী গবেষক এবং আগ্রহী পাঠক পাঠিকা বইয়ের প্রত্যেকটি বক্তব্যের সত্যতা যাচাই করে নিতে পারবেন । ইতিমধ্যেই তামিল, হিন্দি এবং আরাে কয়েকটি ভাষায় এর অনুবাদ প্রকাশিত হয়েছে। লেখক গ্রোভার ফার (১৯৪৪) মন্টক্লেয়ার স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। কৈশােরে রুশ ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। স্তালিন আমলে সসাভিয়েত ইউনিয়নের ইতিহাস নিয়ে গবেষণায় মনােনিবেশ করেছেন সত্তরের দশক থেকে। পরিশ্রমী তথ্যনিষ্ঠ গবেষণার আশ্রয় নিয়ে সােভিয়েত ইতিহাসের বর্তমান চর্চায় ভাবাদর্শ এবং পক্ষপাতদোষের প্রাদুর্ভাব নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন তাঁর অনেক বই এবং প্রবন্ধে। বহু জালিয়াতি এবং অসত্যের মুখােশ খুলে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে এই ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে।
Writer |
|
Publisher |
|
ISBN |
5584000000000 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
Pages |
334 |