প্রিয় সুখের আম্মু
প্রিয় সুখের আম্মু,
আমার আকাশে চাঁদ উঠে কিন্তু জ্যোতি নেই। থাকবে কী করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে! আমার চন্দ্রকান্তা আমার সুখকে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘেদের রাজত্বের সময়টা খুবই অল্প। আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার চন্দ্রকান্তাও সুখী হবে। ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই। মেয়ের নাম রেখেছি ‘শায়েরা জাহান প্রীতি’, প্রণয়কন্যা ‘প্রীতি’। এ নামের বিশ্লেষণ হচ্ছে—সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এবং সর্বোপরি সে আমাদের সুখ।
ইতি
তোমার প্রিয় সুখের আব্বু।
প্রিয় সুখের আম্মু, আমার আকাশে চাঁদ উঠে কিন্তু জ্যোতি নেই। থাকবে কী করে? আমার চাঁদ যে মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে! আমার চন্দ্রকান্তা আমার সুখকে নিয়েও সুখী হতে পারেনি। আমাদের আকাশে মেঘেদের রাজত্বের সময়টা খুবই অল্প। আমার চাঁদে মেঘ কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার চন্দ্রকান্তাও সুখী হবে। ঠিক যেভাবে আমায় সুখী করেছে সেভাবেই। মেয়ের নাম রেখেছি ‘শায়েরা জাহান প্রীতি’, প্রণয়কন্যা ‘প্রীতি’। এ নামের বিশ্লেষণ হচ্ছে—সে আমাদের সন্তুষ্টি, তৃপ্তি, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এবং সর্বোপরি সে আমাদের সুখ। ইতি তোমার প্রিয় সুখের আব্বু।
Writer |
|
Publisher |
|
ISBN |
1028070000002 |
Language |
Bengali / বাংলা |
Country |
Bangladesh |
Format |
Hardcover |
First Published |
1st Published, 2025 |
Pages |
136 |