পাঁজর জুড়ে কোলাহল
এলিয়ট বলেন, ‘কবিতা রচনা হলো রক্তকে কালিতে রূপান্তর করার যন্ত্রণা’ আমি বলি, কবিতা হলো মানুষের মস্তিষ্কের খোঁড়াক, হৃদয়ের তৃষ্ণা। কবিতা মানুষকে ভাবায় ,অনুভুতি যোগায়। জগতের সব অভাব, দুঃখ,ক্রোধ,অভিমান,অনুরাগ কবিতায় পাওয়া যায়। যদি ব্যক্তিগত সময়ের সান্নিধ্যে তৈরি হয় নিস্তব্ধতা, একাকিত্ব কিংবা দৃঢ়তা। সেসকল বহিঃপ্রকাশকে আমি বলি "কোলাহল"। জীবনের বিনিময়ে কাব্য বিনির্মানের যে চেষ্টা, তা কেবল পাঁজরের দুঃসাধ্য চিরায়িত মনোভাব। সব কিছু মিলিয়ে যখন ধুলোপড়া দীর্ঘশ্বাসের গল্প জমে,তাকেই বলি "পাঁজর জুড়ে কোলাহল"
এলিয়ট বলেন, ‘কবিতা রচনা হলো রক্তকে কালিতে রূপান্তর করার যন্ত্রণা’ আমি বলি, কবিতা হলো মানুষের মস্তিষ্কের খোঁড়াক, হৃদয়ের তৃষ্ণা। কবিতা মানুষকে ভাবায় ,অনুভুতি যোগায়। জগতের সব অভাব, দুঃখ,ক্রোধ,অভিমান,অনুরাগ কবিতায় পাওয়া যায়। যদি ব্যক্তিগত সময়ের সান্নিধ্যে তৈরি হয় নিস্তব্ধতা, একাকিত্ব কিংবা দৃঢ়তা। সেসকল বহিঃপ্রকাশকে আমি বলি "কোলাহল"। জীবনের বিনিময়ে কাব্য বিনির্মানের যে চেষ্টা, তা কেবল পাঁজরের দুঃসাধ্য চিরায়িত মনোভাব। সব কিছু মিলিয়ে যখন ধুলোপড়া দীর্ঘশ্বাসের গল্প জমে,তাকেই বলি "পাঁজর জুড়ে কোলাহল"
| Writer | |
| Publisher | |
| ISBN | 1025240000008 | 
| Language | Bengali / বাংলা | 
| Country | Bangladesh | 
| Format | Hardcover | 
| Edition | 1st | 
| First Published | 27 January 2025 | 
| Pages | 80 | 

